গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
একটি সকাল আলো ফোটার সাথে সাথে স্নিগ্ধ আমেজে সবাইকে কাছে ডাকে সুন্দরের অপার সরোবরে অবগাহনের জন্য। আমরা কেউ হয়তো তা করি, কেউ বা ব্যর্থ হই। এরপরও সুন্দর তার আপন রূপের পসরা সাজিয়ে অপেক্ষা করে সবার জন্য।
ব্রাজিল।
জাপানের একটি বাঁশের বাগান।
জাপানের কিয়োটো শহরের একটি বাগান।
সিসিলি দ্বীপের একটি সী বিচ।
আযারবাইজানের একটি টানেল।
মেঘেদের সৃষ্ট ঈগল।
চাঁদটা যেন হাইওয়েতে উঠেছে।
উপরের বাগান দুটিকে আমার কাছে মনে হয়েছে রোমান্টিক কবিতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।