নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।
“জেনারেল” হবার আগে এ্যরন এবং অজন্তা তাজরীন’কে[/sb] লেখা
আপনারা দু’জন এবং আরো কাউকে আমি “জেনারেল” হবার আগে ধন্যবাদ জানিয়ে ছিলুম । সঙ্গত কারনেই তা হয়তো আপনাদের দৃষ্টি এড়িয়ে গেছে । নতুন তকমা আটা উপলক্ষ্যে সেটুকু আবার আপনাদের সামনে হাজির করলে খুব অন্যায় করে ফেলবো কি ?
২৫শে মার্চ ।
। ২০১১
এ্যরন,আপনাকে ধন্যবাদ, আপনি আমার ব্লগে একবার হলেও ঢুঁ মেরেছেন বলে । ধন্যবাদ জানাতে দেরীর অক্ষমতা আমারই ।
আপনি পদ্মার কথা লিখেছেন । যা গেছে তা যাক্ ।
সব অসুন্দরের মাঝেও একদিন সুন্দরতা তার নিটোল মুখটি তুলবে এই বিশ্বাসটুকু রাখলে ক্ষতি কি ?
আপনার জন্যে আমার অপটু হাতে লেখা একটি কবিতার কিছু লাইন তুলে দিলুম -
“……….সেখানে এখোন নড়েনা বাতাস, ছানি পড়ে গেছে
জলে । নীলিমার ছবি, কচুরীর ফুল গেছে ধুঁয়ে মুছে
অনেকদিন, ওঠেনা ঢেউ কংক্রীটের জাল বন্দী করেছে যে তারে
নি-আঁচল শরীরের গন্ধ হয়েছে উধাও, গাংচিল গেছে উড়ে ।
তবুও তো মানুষ আছে এই শহরে !
আছে শীর্ণকায় প্রেম, আছে ক্ষযে যাওয়া আশা.
একদিন হঠাৎ বৃষ্টির পরে জমে থাকা জলে
ভেসে যাবে সব, জেগে উঠবে স্বপ্নের নদী ঝলমলে
এই বিশ্বাসে ।
তাই এক নিঃশ্বাসে
এতোদিনে তারে কহিলাম, “হে নদী, কোথা যাবে তুমি ?”
২১শে মার্চ । ।
২০১১
অজন্তা তাজরীন’কে
সম্ভবত আপনিই প্রথম যিনি আমার পোষ্টকৃত “নিরূদিষ্ট একটি লেখা” লেখাটি পড়েছেন । আপনাকে প্রথম ধন্যবাদটি জানানোর জন্যে আবার একটি পোষ্ট না করে পারা গেলোনা । কারন এছাড়া আর পথ যে আমার মতোন আনকোরার জন্যে কর্তৃপক্ষ খোলা রাখেননি । মন্তব্য যদিও করেননি, তবুও প্রথম পড়ুয়া হিসেবে একটি ধন্যবাদ তো আপনি পেতেই পারেন ।
একই কারনে আপনার ব্লগে গিয়ে কোন মন্তব্য করা থেকেও অনিচ্ছাসত্বে অপারগ হতে হলো ।
এখানে কিছু বলা শোভনীয় হবে কিনা ভাবছি । তাছাড়া এখানকার নিয়মকানুন পুরোপুরি বুঝে উঠতে পারিনি । ভয় হয়, আপনাদের কোনও নিয়ম ভেঙ্গে ফেললুম কিনা অজান্তেই । তবে একটা কথা না বলে পারা গেলোনা – লিখছেন না কেন ? অনেকদিন ধরেই আছেন, দেখলুম ।
শুভেচ্ছা রইলো ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।