আমাদের কথা খুঁজে নিন

   

Flying Kiss এবং কিছু কথা....



[মনে রাখবেন,এখানে যা লিখা হল তার কিছুটা কাল্পনিক,কিছুটা বানানো। কিন্তু পুরাটাই বিনোদনধর্মী লুলামি। তাই কারো জীবনের সাথে অল্প কিছু মিলে গেলেও তা অনভিপ্রেতৎ কোকিলতালমাত্র] ছোটবেলায় সমর ছিল যথেষ্ট হাবাগোবা । বন্ধুরা তাই বলত,আমিও বলতাম মাঝে মাঝে । সবসময় একটা কথাই বার বার শুনতে হত ওকে,"তোর দ্বারা কিছুই হবে না রে,থেকেই যাবি সারাজীবন একটা গাধা ।

" তখন আমি খুব একটা বেশি বড় হই নাই । কোন ক্লাস এ পড়ি তা ঠিক মনে করতে পারছি না । পাশের বাসায় আমাদের এক কেরাম খেলার সাথী ছিল । নাম নাযিম । ও একটু বয়স এ আমাদের থেকে বড় ছিল ।

আজ ওর কথা মনে পড়ল হঠাৎ । তখন মনে পড়ল কিছু লুলামি মার্কা সৃতি । মাঝে মাঝেই নাযিম আমাদেরকে অতিমাত্রায় ভাল ভাল উপদেশ দিতে আসত । একদিন আমরা বসে আছি উঠানে । নাযিম তখন আমাকে আর সমরকে বলল ,"তোরা কি Flying Kiss কাকে বলে জানিস, মানে উড়ে উড়ে Kiss?" আমি বললাম,"কি বলিস রে ভাই,ধুর এখন কি আমাদের kiss করার বয়স হইসে নাকি ।

" নাযিম বলল ,"ধুর গাধা! মুভিতে দেখিস না । "[বলে রাখি,আমাদের এলাকায় সবার বাসায় ডিশ এন্টেনা এর লাইন ছিল আর যার বাসায় থাকত না,তার বাসায় কিভাবে কিভাবে যেন হিন্দি চ্যানেল গুলো চলে আসত ] সমর তখন বলল,"বাসায় ছবি দেখার সময় আম্মা পাশে থাকে,আর কিছু হইলেই তো ফুল-নদী-আকাশ চলে আসে । " আমাদেরকে বলে,"আরে তোরা হিন্দি দেখবি,হিন্দি ! শাহরুখ খান যেমনে Flying Kiss মারে রে, খালি দে চুমা,দে চুমা,উড়াইয়া উড়াইয়া !!!!" আমাদের দুইজনের তখন মনে হল জেনেই নেই না ,কিন্তু হায় হায় কি হইতে যে কি হইয়া গেল বুঝতে বুঝতে আমাদের খুব বেশি সময় লাগল না। পাশের বাসায় তখন উকি মারছিল নাযিম এর পেয়ার-ইশক-মহাব্বাত [নামটা ভুলে গেছি,এখন বলার জন্য একটা নাম ধরে নিলাম :শিল্পা (নাযিম এর প্রিয় নায়িকা এর নাম ছিল শিল্পা)]। আমাদেরকে বলল দেখ কিভাবে Flying kiss দিতে হয় ।

[বর্ণনাটা সেইরকম ভাবে দিতে পারতেসি না,পাঠক কিছুটা হলেও কল্পনা করে নিবেন] প্রথমে নাযিম তার ডান হাত ঠোঁটে স্পর্শ করল। আমার তো মনে হল হাতে লালা ভরে গেল কিছুটা । এরপর ডানহাতটা ঠোঁট থেকে দুলিয়ে দুলিয়ে শিল্পার দিকে নিয়ে গেল । এরপর নাযিম না থেমে আবার ডানহাতটা আবার ঠোঁটে স্পর্শ করে তড়িৎ বেগে শিল্পার দিকে নিয়ে গেল। আমরা তাকিয়ে দেখলাম শিল্পা হাসতেসে ।

আমি তখন বললাম,"বুঝলাম ওইটা খুশি হইসে মাগার দুইটা কেন দিলি । প্রথমটা দেবার পর যে খুশি হইলরে মামা,এরপর আর একটা কেন দিলি। তয় আমার একটা কথা,এই কাজে ওইটার(শিল্পার) এত খুশি হবার কি হইল?" নাযিম তখন হাসতে হাসতে বলল,"দেখ যখন Flying Kiss দিয়ে দেখবি মেয়ে হাসতেসে অথবা মুখটা একটু আলগা করসে,তাইলেই বুঝবি কেল্লাফতে। মাইয়া তোর Kiss ঠোঁটে মেখে নিসে । তোরা Try মেরে দেখ না।

সমর,তুই Try মারবি আগে। বুঝলি,তোর ভাল লাগবে । আমার তো খুব ভাল লাগে। " নাজিম চলে গেল। আমরা তখন গাধার মত মনে করা শুরু করলাম, আহা আহা ! কত সহজ উপায় ! আমিও ভাবা শুরু করলাম, কাকে Flying Kiss দেয়া যায় ।

কিন্তু সমর এর যে এত ভাল লাগবে Flying Kiss তা আমার বুঝার বাকি ছিল । কিছুক্ষন পর খেয়াল করলাম,পাশের বাসার ছাদে একটা মেয়ে ব্যাডমিন্টন খেলছে। সমর তখন মনে হয় ভাবল,নাযিম যেটা করল চেষ্টা করে দেখি। সমর তরিৎবেগে দিল Flying Kiss। মেয়ে তো দেখি হা হয়ে তাকিয়ে রইল ।

আমরা তো মহা খুশি । প্রথম চেষ্টা তেই মুখ আলগা হয়ে গেসে। সমর তো খুশিতে দিল লম্ফ । দেখলাম মেয়েটা চলে গেল খেলা বাদ দিয়ে। আমরা তো খুশি মন নিয়ে সমর এর পড়ার ঘরে গেলাম ।

এরপর হল কাহিনি । জীবনের সব Flying Kiss দেবার শখ আহ্লাদ আমাদের একেবারে মিটে গেল । আনটি আর আম্মা কিসুক্ষন পর ঘরে আসলেন । আনটি এসে বললেন, "সমর,তুমি কায়নাথ [বলে রাখি মেয়েটার নাম কায়নাথ ছিল। ও ঐদিন বেড়াতে আসছিল ঐ বাসায়] এর সাথে কি করেছ ?" সমর তখন কিছু না বুঝেই বলে ফেলল,"ও তো হা করে মুখ আলগা করে ছিল!!!!" এরপর এর কথাগুলো না বলি পাঠকগণ।

আপনারা বুঝতে পারতেসেন আমাদের মত Ameture এর কি দশা হইছিল তখন । এখনও কাউকে Flying Kiss দেবার ইচ্ছা জাগলেই একটা কথাই মনে হয়, আহারে Flying Kiss, হইলি না কোনদিন Real Kiss....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।