Set sail, ye hearts~ into the sea of hope..
বহুদিন ধরেই অপেরা ব্রাউজার ব্যবহার করে আসছি, পিসিতে খুব বেশী দিন না হলেও মুঠোফোনে ব্রাউজিং এর কাজটা 'অপেরা মিনি' তেই চালানো হয়েছে সব সময়। আমার বাসার পিসিতে যেদিন প্রথম ইন্টারনেট সংযোগ দিলাম, সেদিনই সবার প্রথমে আমি যে কাজটা করেছিলাম সেটা হলো অপেরা ব্রাউজার ডাউনলোড করা। সেটা গত বছরের কথা, তখন সম্ভবত অপেরা৯ ভার্সনটা চলছিলো। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর লক্ষ্য করলাম নেট স্পীড অতিরিক্ত স্লো হয়ে গেছে। অন্য ব্রাউজার দিয়ে সহজেই লাইন পাওয়া যাচ্ছে, কিন্তু অপেরা দিয়া পাওয়া যাচ্ছে না।
এখনো জানি না সমস্যা কি ছিলো তবে মাস্টার রিসেট করলে আবার সব ঠিক হয়ে যেতো। এই ট্রিকটা বোঝার আগপর্যন্ত মজিলা ফায়ারফক্স দিয়ে ব্রাউজ করেছিলাম কিছুদিন, কিন্তু কেন জানি এই ফায়ারফক্সকে কিছুতেই আপন আপন লাগে না আমার কাছে, মনে হয় এটা আমার না বরং অন্য কারো পিসিতে ব্রাউজ করছি। যাই হোক মাঝে মাঝে এই স্লো হয়ে যাওয়া আর মাস্টার রিসেট করে সেটা ঠিক করা ছাড়া অপেরা নিয়ে আর কোনো সমস্যায় পড়িনি গত দেড় বছরে। আর সম্ভবত ১০.৬৩ এর পর এই সমস্যাটিও আর আমাকে বিরক্ত করেছে বলে মনে পড়ে না। বরং টার্বো, স্পীড ডায়াল, সিনোরাইজেশনের মত ফিচার গুলো দিয়ে আয়েশ করে অপেরা দিয়েই চলেছে সমস্ত ব্রাউজিং।
গত নভেম্বর কি ডিসেম্বরে অপেরা নিয়ে আসে ১১তম সংষ্করন যেটাতে প্রথমবারের মতো এ্যড-অন সাপোর্ট ইনাবল করে দেয়া হয়। এর পর থেকে বাংলা ফন্ট ছোট দেখা, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা সহ যে সব ছোট খাট সমস্যা ছিলো, সবগুলোরই সমাধান পেয়ে গেছি। এখন হঠাত আমার এ্যড-অন লিস্ট চেক করতে গিয়ে দেখি লিস্ট অনেক বড় হয়ে গেছে। কিছু কিছু কাজের আবার কিছু কিছু আছে অকাজের, মানে প্রত্যাশামত কাজ করে না। বিশ্ববিদ্যালয়ে হলে উঠার পর থেকেই খেয়াল করেছি আইটি বিষয়ক বিভিন্ন সমস্যায় প্রায়ই আমার ডাক পড়ে বন্ধুদের রুমে।
তাদের একজনকে মডেম দিয়ে ইন্টারনেট সেটাপ করে দেয়ার সময়ই ভাবছিলাম আমার সব এ্যড-অন গুলো নিয়ে একটা ব্লগ পোস্ট দিলে, আমি তো হবোই অন্য অপেরা ইউজাররাও উপকৃত হবেন। এরই অংশ হিসেবে আমার ব্যবহার করা ২৫টি এ্যড অন ডিটেইল সহ শেয়ার করলাম।
এ্যড ব্লক
ad sweep অন্যান্য যে কোনো এডব্লক থেকে এটার পারফর্মেন্স সব থেকে ভালো। অনেক এডঅন-ই আছে যেটা পেজ লোড করতে টাইম বেশী নেয়।
hide gmail ads জিমেইলের এ্যড গুলো বন্ধ করে দেয়।
hide wikipedia donation banner উইকিপিডিয়াতে যাদের ঢু মারার অভ্যাস আছে তারা জানেন প্রতিটা পেজেই একটা বিরক্তিকর ডোনেশন ব্যানার দেখানো হয়, সেটা থামিয়ে দিন এই এ্যড অন ব্যবহার করে।
youtube adsfree ইউটিউবের এ্যডগুলো ব্লক করে দেয়।
ডাউনলোড
fastestTube ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের সবথেকে কার্যকর এ্যড অন এটি। এটি ইন্সটল করার পর ভিডিওর নিচে শেয়ারের পাশে ডাউনলোড নামের একটা বাটন দেখতে পাবেন, সেটায় ক্লিক করে ইচ্ছামত রেজুলেশনে নামিয়ে নিতে পারবেন যে কোনো ভিডিও।
download media bar আগের এডঅন টি দিয়ে শুধু ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যাবে, আর এটা দিয়ে সব ধরনের মিডিয়া ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করতে ইন্সটালেশনের পর যেকোনো ভিডিওর নিচের ছোট্ট মিডিয়া আইকনে ক্লিক করুন।
youtube sound ripper ইউটিউবের ভিডিও এম্পিথ্রি আকারে ডাউনলোড করা যায়।
google images direct গুগলে আমরা যখন কোনো ইমেজ খুজি, তখন দেখা যায় কাঙ্খিত ইমেজটি পেতে হলে মূল পেজে গিয়ে তারপর আবার ক্লিক করে সেই ইমেজটি ডাউনলোড করতে হয়। এই এডঅন টি ইনাবল করলে সার্চের পর সরাসরি সেই ইমেজে চলে যেতে পারবেন, এতে ব্রাউজিং এর খরচও কিছুটা বাচবে।
ডকুমেন্ট
document preview পিডিএফ বা অন্যান্য ইবুক ডাউনলোডের আগে দেখে নিতে চাইলে এই এডঅন টি ইন্সটাল করুন।
ইউটিলিটি
let me see img আমার মত যারা খরচ বাচাতে ইমেজ অফ করে ক্যাচি মুডে ব্রাউজ করেন,তারা এই এডঅন দিয়ে কিছুটা উপকৃত হতে পারবেন।
bug me not কোনো সাইটে লগইন করার জন্য বললে এই এডঅন টি আপনাকে ফেক আইডি দেবে যেটি দিয়ে আপনি সহজেই লগ ইন করতে পারবেন।
youtube autoplay killer ইউটিউবের কোনো লিঙ্কে ক্লিক করলে অটোপ্লে হওয়া থামাতে এই এ্যড অনটি ব্যবহার করুন।
ব্রাউজিং সহায়ক
image preview popup যেকোনো ইমেজের উপর কার্সর নিয়ে গেলেই ইমেজটা পপ আপ করে বড় আকারে দেখাবে, খুবই কাজের একটা এড-অন, মাস্ট ইউজ !
to read sites যে সব সাইট পরে পড়ার জন্যে মার্ক করতে চান, তাদের এক ক্লিকে লিস্টেড করুন এই এডঅন দিয়ে।
save text ব্লগে যারা লেখালিখি করেন তাদের জন্যে চরম একটা এডঅন এটা ! যেখানেই যা কিছু লিখবেন কোনো কারনে ক্রাশ করলে বা ভুল বশত ইউন্ডো ক্লোজ হয়ে গেলেও এর মাধ্যমে পুরো টেক্সট ফিরে পাবেন এই ছোট্ট এডঅনটা ব্যবহার করে।
auto coplete টেক্সটবক্সে অটো কম্পলিট ইনাবল করুন এই এড অন ইন্সটাল করে
focus on textbox এটা ইনাবল করলে টেক্সটবক্স গুলো হালকা নীল বর্ডার দিয়ে শো করবে
সোশাল কমিউনিটি
facebook এই এড অনটি ইন্সটল করলে ফেসবুক অপেরা মিনির মতো লেআউটে একপাশে ওপেন হবে ।
facebook for opera ফেসবুক বন্ধুদের সাথে কোনো কন্টেন্ট এক ক্লিকে শেয়ার করা যায় এটি দিয়ে।
facebook status যে কোনো সাইটে ব্রাউজ করতে করতে স্ট্যটাস আপডেট করার জন্যে এইএড অন টি ব্যবহার করুন।
facebook photo theater killer ফেসবুকের ফটো দেখার নতুন একটা পদ্ধতি হচ্ছে থিয়েটার ভিউ। যেকোনো ফটোতে ক্লিক করলেই চারপাশ কালো হয়ে সেই ইমেজটি লোড হতে থাকে।
ব্যায়সাপেক্ষ ফটো থিয়েটারকে রুখে দিন এই এডঅন ইন্সটাল করে।
facechat যারা ফেসবুকে চ্যাট করেন তাদের জন্য সহজ একটি এড অন।
facebook chat message count ফেসবুক মিনিমাইজ করা অবস্থায় চ্যাটে কেউ নক করলে এই এডঅনটি ট্যাবে সেটা দেখাবে।
অন্যান্য
weather forcast ব্রাউজারের পাশে সর্বশেষ আবহাওয়া সতর্কতা পেতে এই স্টাইলিশ এডঅন টি ব্যবহার করুন
Calendar ব্রাউজারের পাশে আজকের তারিখ আর ক্যালেন্ডার শো করা এই এ্যড অন এর কাজ।
islamic date যেকোনো সময় হিজরী চন্দ্রমাসের তারিখ দেখার জন্যে এই এড অন ব্যবহার করতে পারেন।
(কোনও লিঙ্ক কাজ না করলে এখান থেকে সহজেই খুজে নিতে পারবেন এডঅনগুলো, আর অপেরার চলতি ভার্শনটি ডাউনলোড করুন এখানে গিয়ে )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।