আমাদের কথা খুঁজে নিন

   

অপেরা মিনির সমস্যার সমাধান

আমি কোন কিছু সাজিয়ে লিখতে পারিনা। বানান ভুল আমার সবচেয়ে বড় দূর্বলতা....

আমার মনে হয় না আপনাদের আর অপেরা মিনির সাথে পরিচিত করে দেয়ার দরকার আছে। এটি হল পৃথিবীর সর্বশ্রেষ্ট মোবাইল ব্রাউজার। এর নতুন ভার্ষন ৫ বেরিয়েছে। কিন্তু অনেক দূর্বল মোবাইল আছে যে গুলোতে অপেরা মিনি ৫ খুব স্লো আর মাঝে মাঝে এটা অটমেটিক বন্ধ হয়ে যায়।

যেমন আমার SYMPHONY T55 এটা হয়েছিল। এটার ফলে আমি ভেবেছিলম আমার মোবাইলটা মনে হয় জাভা সাপর্ট ঠিক ভাবে করছেনা। আপনাদের যদি এই সমস্যা দেখা দেয়। তবে আপনারা অপেরা মি ৪ ব্যাবহার করতে পারেন। ডাউনলোড লিঙ্ক অপেরা মিনি ৪ এতেও যদি সমস্যা দূর না হয় তবে  ডাউনলোড লিঙ্ক অপেরা মিনি ৩ আর সর্বশেষ ভার্ষন     ৫ এর  লিঙ্ক আর বাংলা দেখতে চাইলে অপেরা মিনি ওপেন করে অড্রেস বারে লিখুন about:config বা opera:config তার পর নিচের দিকে গেয়ে "use bitmap font for complex script" লেখাটি দেখতে পাবেন এখানে no আছে yes করে দিন।

 ব্যাস আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেল। অপেরা মিনির সকল ভার্ষন এর লিঙ্ক এখানে এর পরেউ যদি কোন সমস্যা হয় তবে তো আমি আছিই। প্রথম প্রকাশ:- এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.