গবেষকেরা মোবাইল ইন্টারনেটের ভবিষ্যৎ দেখছেন এশিয়া অঞ্চলে; কারণ, গত পাঁচ বছরে অব্যাহতভাবে বাড়তি স্মার্টফোন বিক্রির ধারা বজায় রয়েছে এশিয়াতেই।
এশিয়া অঞ্চলে মোবাইল পণ্যের প্রতি আগ্রহ বাড়তে থাকায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এশিয়াকেই ভবিষ্যতের মোবাইল ইন্টারনেটের বড় বাজার হিসেবে দেখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউয়ের গবেষকেরা জানিয়েছেন, সাশ্রয়ী দামের মোবাইল পণ্য বিক্রি বাড়তে থাকায় মোবাইল ইন্টারনেটের পরবর্তী উন্নয়ন অধ্যায় রচিত হবে এশিয়ায়। উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় এশিয়া অঞ্চলে মোবাইল ইন্টারনেটের ব্যবহার চারগুণ আকারে বেড়েছে।
২০০৭ সালের পর থেকে উন্নয়নশীল দেশগুলোতে মোবাইল ইন্টারনেটের ব্যবহার ২৭ শতাংশ বেড়েছে। এ বছরেই মোবাইল ইন্টারনেটের ব্যবহারের দিক থেকে উন্নত দেশগুলোকে পেছনে ফেলবে উন্নয়নশীল দেশগুলো।
গবেষক ম্যারি অ্যালেন গর্ডন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পেছনে ফেলে এশিয়া অঞ্চল মোবাইল ইকোসিস্টেমের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার উন্নয়নশীল দেশগুলোতে বেড়ে যাওয়ার স্মার্টফোন নির্মাতা হিসেবে অ্যাপল ও স্যামসাংয়ের মতো মুঠোফোন নির্মাতারা বিপদে পড়েছে। মুঠোফোনের বাজারে সিংহভাগ দখলকারী এ দুটি প্রতিষ্ঠানের লাভ কমে গেছে।
এখন বাজার ধরে রাখতে অ্যাপলের মতো প্রতিষ্ঠানকে দামি স্মার্টফোনের পরিবর্তে সাশ্রয়ী আইফোন তৈরির কথা ভাবতে হচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।