কি হলাম?
মায়াবী সন্ধ্যে আমাদের স্পর্শ করে না,
দিগন্তে বিলীয়মান ডুবন্ত সূর্যটাকে দেখার সৌভাগ্যও হয় না,
উঠতি সান্ধ্য চাঁদটাকে স্বাগত জানানো ও হয় না,
এলোমেলো বাতাসে নিজেকে মেলে দিতে পারি না ।
কি হলাম, কি হয়েছি ,
ঘন রাতের পূর্ণিমার চাঁদটার আলো আমাদের ছুঁয়ে দিয়ে যায় না,
রাতের আকাশের তারার হাতছানি পাই না,
একাকী নিশুতি রাতে খালি পায়ে হাঁটা হয় না,
বৃষ্টির ছন্দপতন আমাদের বিহ্বল করে না,
কাদামাটিতে দাপা দাপি হয় না ।
কি হয়েছি, কি হলাম,
ঘরের দোরে বসে স্বপ্ন দেখতে পারি না,
স্বপ্নের রংগুলি সত্যি হয়ে ধরা দেয় না,
আলো ছায়ার মাঝে নিজেকে হারিয়ে ও হারাই না,
বাতাসের ঝাঁপটায় আমাদের কান্না কারো কানে যায় না ।
কি হব?
এই তো আমার ঘরের কপাট,দুই কদম বাকি,
পারি না ওপারে যেতে যেখানে আমার স্বপ্ন রয়েছে আঁকি,
পারি না মনের মত ছুটে বেরাতে,
এলোমেলো কোন সন্ধ্যে আমার পাওয়া হবে না,
গভীর রাতের ঝিঁ ঝিঁ পোকার গান শোনা হবে না,
বৃষ্টি কখনো ছুঁয়ে দিয়ে যাবে না,
নদীর শীতল পানিতে পাও ভিজবে না,
কি পাব ? ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।