আমিও তোমার মত বন্য হব। বুনো বরাহের পদচ্ছাপে জড়িয়ে নেব পদচিহ্ন আমার। অনিবার্য চিরন্তন লড়াইয়ে আমিও হতে চাই হায়েনার নির্ভেজাল দোসর। দুহাতের শোভা বাড়াবে উদ্যত স্টেনগান। কপালে বাঁধা কালো কাপড় চেহারায় আনবে তস্করের ইমেজ।
নয়নে কালো কাঁচের আবরন নিরাবরণ করবে দৃষ্টিসীমা। বুক পিঠে ঝুলিয়ে নিব বুলেটপ্রুফ বস্ত্রাবরণ। যমের সাথে মিতালী করে আমিও পাঠাতে চাই কয়েকটা মানবকীট জীবন নদীর ওপাড়ে।
আমার গ্রামে তখনো পাখিডাকা ভোর। কলতলায় পানির শব্দ ঘুমের বাড়িতে নিয়ত হানা দিচ্ছে।
প্রতিদিনকার পাখির কাকলী বিহানের সকল আলাপ-অপলাপ মুখর করছিল। স্রোতের তীব্রতায় বয়ে চলা নদী পুত্র ‘বাসন্ডা’য় দু-একটি নৌকা চলছে মৃদু-মন্দ লয়ে। মসজিদে তখনো শেষ হয়নি ফজরের শেষ ক্বেরাত। হঠাৎ ভয়াবহ শব্দের ঢেউ আমাদের নিস্তরঙ্গ জীবনে বয়ে আনে অজানা মৃত্যুর সঙ্কেত। রাতের বাতাসে খবর আসে আমার বাবা সেই শব্দের তোড়ে চলে গেছেন না ফেরার দেশে।
তুমি খুন করেছ আমার বাবাকে। আমার জন্মদাতাকে। যার কোলজুড়ে কেটেছে আমার পুরোটা শৈশব। যার হাত ধরে হেঁটে গেছি সন্ধ্যার তীর ধরে দীর্ঘ দীর্ঘ পথ। আমার মুখে অন্ন আর শরীরে আভরণের জোগান দিত যে লোকটা -তাকে তোমরা খুন করেছো।
তার হাতে ধরিয়ে দিয়েছ জংধরা অস্ত্রের খোলস। সংবাদের শিরোনামে তাকে বানিয়েছ মানুষ হন্তারক।
আমার চোখে এখন অন্ধকার সীমাহীন। পিতাকে হারানোর শোকে শুধু নয়; মায়ের বিধবা বেশ আমাকে নিয়ে গেছে সীমাহীন দুর্যোগের দোলাচালে।
তোমারও তো মা আছে।
বাবা আছে। আছে সন্তান-স্ত্রী কিংবা নিদেনপক্ষে প্রেয়সী গাঢ়তর ! আমার দুহাতে বন্য জন্তুর হিংস্রতায় তুলে নিব মৃত্যুর অভেদ নিশান। তোমাদের হৃদপিন্ড ভেদ করবে সেই ক্ষুধার্ত নিশানা। আমার চলার পথে মাড়িয়ে যাব তোমাদের স্বয়ংক্রিয় সব কানুন। মানুষ খুনের লাইসেন্স যে কর্তৃপক্ষ তোমাকে দিয়েছে তার ঘাড়েও পড়বে আমার রোষকষায়িত চোখের আগুণ দৃষ্টি।
তার সাম্রাজ্য পুড়ে খাঁক হবে আমার সীমাহীন তান্ডবে।
আমার মত প্রতিটি পিতৃহারা অন্তরে পুষে রাখছি তোমাদের প্রতি ঘৃণার বিষবৃক্ষ। দিনে দিনে তা বড় হয়ে গ্রাস করবে তোমাদের সাধের রঙমহল। আমাদের বিদ্রোহী প্রতি প্রাণে জেগে উঠবে প্রতিশোধের অকাল বৈশাখী। রনদুন্দুভীতে কাঁপিয়ে দিব চরাচর।
দেখে নিও সেই ক্ষণে, আজকের নিপীড়িত মানুষ, জান্তব উল্লাসে পান করবে তোমাদের রক্তসুধা।
ভেবোনা চিরকালই পিষে মারবে আমাদের। তোমাদের বুটতলায় থেঁতলে যেতে যেতে আমরাও জেগে উঠব একদিন, একদিন আমরাও তোমাদের মত বন্য হব। বুনো বরাহের হিংস্রতায় আমরাও হার মানাব তোমাদের।
(ক্রসফায়ারে বাবা হারানো সন্তানের একান্ত ভাবনা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।