পেশায় নাবিক নেশায় যাযাবর
কিশোর লিমনের পায়ে গুলি করেছে রেব । অভিযোগ সে সন্ত্রাসী । ইটের ভাটায় কাজ করা হচ্ছে অনেক কঠিন একটা কায়িক শ্রমের কাজ । পড়াশুনার ফাকে ফাকে কাজ নয় কাজের ফাকে পড়াশুনা করত লিমন । আমার প্রশ্ন তাহলে সন্ত্রাসী কখন করত ? আর ধরে নিলাম সে সন্ত্রাসী ।
আমাদের দেশে কি সন্ত্রাসী কে সরাসরি বিচারের ভার রেবকে দিয়েছে সরকার । তদন্তে যদি প্রমানিত হয় লিমন সন্ত্রাসী নয় ?রেব কি পারবে লিমনের পা ফিরিয়ে দিতে ? পুলিশের আইজিপি বললেন ঘটনাটির তদন্ত করবে রেব !! এবং যারা তদন্ত করবে তাদের প্রতি উনার আস্থা আছে ! এ যেন “ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খাই না” কিন্তু মাননিয় আইজিপি কে আমরা বলতে চাই যে দেশের পুলিশ প্রাকতন প্রধানমন্ত্রীর উপর আক্ক্রমনের তদন্তই করতে পারে না তারা দরিদ্র লিমনের ব্যাপারে কি করবে ? আর রেব ভাইদের বলব আপনাদের ক্ষ্মতা কেন বারবার এইসব হতভাগ্য দরিদ্রের উপর দেখান ? যারা প্রকাশ্য দিবালকে সন্ত্রাসী করে,টেন্ডার বাজি করে, অস্ত্র হাতে ঘুরে বেরা্, জনগনের ধন সম্পদ লুট করে,যাদের ভয়ে কেউ সাক্ষি দিতে রাজি হয় না তাদের উপর একটু দেখান না । ফিরিয়ে আনুন না রেবের সেই জনপ্রিয়তাকে ? জনগনের ভয় নয় জনগনের আস্থা এবং ভালবাসা অর্জন করুন ।
বিঃদ্রঃবিঃদ্রঃপায়ে গুলিবিদ্ধ মেধাবী ছাত্র লিমনকে চিহ্নিত সন্ত্রাসী সাজাতে এবার রেবের পক্ষে সাফাই গাইতে মাঠে নেমেছে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ। গতকাল শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন বানিয়ে তারা সংবাদ সম্মেলনও করেছে।
র্রেবের প্রহরায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন 'সচেতন নাগরিক সমাজ'-এর আহ্বায়ক দুলাল সাহা। সংবাদ সম্মেলন করার ব্যাপারে ঝালকাঠি প্রেসক্লাবে অনুরোধপত্রটি (আবেদন) পাঠিয়েছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম আলাউদ্দিন। এরাও যদি মানুষ হয় আমি মানুষ হতে চাই না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।