আমাদের কথা খুঁজে নিন

   

২৬শে মার্চ সে এসেছে এ ধরার বুকে .....

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

আমাদের পরিবারে একটা জটিল নিয়মের খেলা চলছে অনেক দিন ধরে ..। আমার বাবারা হলেন তিন ভাই । আর তাদের আমরা ছয় ছেলে আর তিন মেয়ে । সবাই আলাদা হলেও বাইরে থেকে কারও বোঝার ক্ষমতা নেই যে এরা আলাদা । সুখে দুঃখে বিপদে আপদে এত মিল মহাব্বত দেখা যায় না সচরাচর ।

আর ভাই বোন হিসেবে আমরা যেন সবাই আপন । কিন্তু মাঝে একসময় একটু ফ্যাকড়া বাধে ছোট চাচার মেয়ে আর বড় চাচার ছোট ছেলে নিয়ে । তারা দুজন প্রেম করে আমার আপুর বিয়ের সময় থেকে ....। আর তখন থেকেই অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে বাধ্য হয়ে তাদের প্রেমের কাছে হার মানে ফ্যামিলির সবাই । সমস্যা ছিলো অনেক দিক দিয়ে ,, তবে সব থেকে হাস্যকর সমস্যা ছিলো ছেলে মেয়ের বয়স ।

না না বয়স হয়ে গেছে বিয়ের অনেক আগেই !!! । তবে মেয়ে হচ্ছে ছেলের তিন থেকে চার মাসের বড় । তবে তারা প্রমান করেছে প্রেমের কাছে বয়স কিছু না । ২০০৯ সালের মার্চ মাসে ওদের দুজনার বিয়ে দেওয়া হয় । তারপর দেখতে দেখতে এবছর মার্চে তারা বাবা মা হওয়ার স্বপ্নকে সত্যি করে ফেলেছে ।

প্রথমে যে খেলার কথা বললাম তা হলো ,,, বাকি দুইটা মেয়েরই হয়েছে ছেলে সন্তান ,,, এমন কি ফুপাতো মামাতো বা খালাতো বোনদেরও হয়েচে ছেলে সন্তান। অথচ ,, সব ছেলেদের বৌ গুলো দিয়েছে একটি করে মেয়ে সন্তান উপহার । বড় ভাবি এর আগে একটা মেয়ে সন্তান দিয়েছেন আবার নাকি তিনি নতুন একটা মেয়ে দিতে চলেছেন .। কিন্তু এদের তাহলে কি হবে ?? এরা তো ভাই বোন দুটো দলেই !!! আমি মজা করে বলেছিলাম সংকর জাতের কিছু একটা হতে পারে তবে এবারও ফেবার করেছে ছেলের দিকেই । অর্থাৎ এবারও হয়েছে মেয়ে সন্তান ....।

দেখুন আমাদের নতুন সদস্য ..... ওর জন্য এবং ওর মার জন্য দোয়া করবেন । ওর মা এখনও অনেক বেশি অসুস্থ । সিজার করে বাচ্চা হওয়ার পরও কি যেন হয়েছিলো ,, শরীর হাত ,পা সব ফুলে যাচ্ছিলো ,, আরও অনেক সমস্যা । ডাক্তার আবার প্রায় ৫ ঘন্টা ধরে অপারেশন করে । এখন আবার নতুন করে সেখানে ইন্ফেক্শান দেখা দিয়েছে ।

পিচ্চিটা অনেক শান্ত । তাই এত কিছুর মাঝেও খুব একটা ঝামেলা হয়নি ওকে নিয়ে । ২৬শে মার্চ এ এসেছে তো যুদ্ধ তো একটু করবেই ...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.