আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথ হল, ২৬শে মার্চ, ১৯৭১

জাদুনগরের কড়চা

একাত্তর সালের ২৬শে মার্চে বুয়েট (তৎকালীন ইপুয়েট) এর প্রফেসর নুরুল উলা বিদেশ থেকে সদ্য আনা ভিডিও ক্যামেরাতে যে ভিডিও চিত্রটি ধারণ করেছিলেন, তার কিছু অংশ NBC News এর এই সংবাদচিত্রে স্থান পেয়েছে। দৃশ্যপট - জগন্নাথ হল। বুয়েটের শিক্ষকদের আবাসস্থলের ঠিক পিছনে। যে দৃশ্যাবলী দেখা গেলো এই খন্ডাংশে -- পাকিস্তান সেনাবাহিনী জগন্নাথ হলের ছাত্রদের দিয়ে অন্য ছাত্রদের মৃতদেহ সরাচ্ছে। তার পর ঐ ছাত্রদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়।

একজন ছাত্র প্রথম দফায় মরেনি দেখে খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করার জন্য মৃতদেহের উপরে রাইফেল ঠেকিয়ে গুলি চালানো হয়। ভবিষ্যত প্রজন্ম - ভুলে যেওনা ৭১, ভুলে যেওনা পাকিস্তান বাহিনীর এই নৃশংস হত্যাকাণ্ড। ভুলে যেওনা শহীদদের। * ইউটিউব সরাসরি দেখতে সমস্যা হলে FLV ফাইলের লিংক এখানে পাবেন ।

(ব্লগের যা দশা, তাতে এই পোস্ট গায়েব হয়ে যাবে ধারণা করছি। ১৭৫৭ যেনো নতুন করে ফিরে এসেছে ... ভার্চুয়াল ভাবে হলেও!) (লিংকের জন্য কৃতজ্ঞতা - জালাল ভাই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.