আমাদের কথা খুঁজে নিন

   

আইডি কার্ড

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

আজিমপুরে বান্ধবির বাসায় গিয়েছিলাম। যাওয়ার সময় নীলক্ষেত থেকে হেটে গেলেও আসার সময় মন চাচ্ছিল না হেটে আসতে। গেটের সামনেই এক রিক্সাওয়ালা দেখে ~ নীলক্ষেত যাবেন? = যাইতে দেয় না ~ অনেকে ত যায় দেখি = ছাত্রীরা কি যানি কাড দেহায় ~ কি কার্ড?(যদিও বুঝতে পেরেছি আইডি কার্ড) = জানি না ~ আমারও কার্ড আছে = চলেন পলাশীর মোড় পার হতেই রিক্সা সাইড করতে বলে পুলিশ আটকালো। ~ কলেজে যাবো = কোন কলেজ? ~ হোম ইকোনোমিকস্ = আইডি কার্ড দেখান ব্যাগ খুললাম বের করার জন্যে। ভেবেছিলাম আমাকে বের করতে দেখে বলবে লাগবেনা কিন্তু কিসের কি....কার্ডটা হাতে নিয়ে দেখল (মনে মনে একটা ভেংচি কাটলাম) এতদিন ভাবতাম আইডি কার্ড জিনিসটা আসলে শুধু প্রতিষ্ঠানের-ই ভংচং। এখন দেখি না...মাঝে মাঝে বাইরেও কাজে লাগে। আসার সময় মনে মনে বললাম যাক কলেজের বাইরেও কার্ডটা কাজে লাগলো(যদিও কলেজের নাম করেই পার পেয়েছি)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.