আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাশনাল আইডি কার্ডের আইডি নম্বরটির গোপন সংকেতগুলি বুঝে নিন

C:\Documents and Settings\Anis\Desktop জাতীয় পরিচয়পত্রের ১৭ অংকের নম্বরটির ৪টি অংক জন্ম সাল, পরের ২টি জেলা কোড, ১টি আরএমও, ২টি উপজেলা কোড, ২টি ওয়ার্ড (পৌরসভা বা সিটি কর্পোরেশন হলে) ইউনিয়ন হলে ইউনিয়নের কোড, শেষ ৬টি আইডি সিরিয়াল। ব্লগের আমার আগমন নতুন। উপরের তথ্যটি আসলে আমাদের দেশের জাতীয় পরিচয় কার্ডের আইডি নম্বরের বর্ণনা। এব্যপারে ব্লগে লেখা দেখেছি। আমি শুধু এখানে কিছু তথ্য সংযোজন করব মাত্র।

যদি আপনাদের কাউর কোন কাজে লাগে, সে জন্য এ চেষ্টা। ১ম ৪টি ডিজিট যেহেতু জন্মসাল, সেক্ষেত্রে আমার কথা না বাড়ানোই ভাল। ৫ম ও ৬ষ্ঠ ডিজিট ২টি সম্পর্কে তথ্য দেয়ার জন্য এই লেখা। খুব বেশী প্রয়োজন হয়ত কারো হবে না। তবে কেউ যদি তার জাতীয় পরিচয়পত্রটি নিজে তৈরী করে আপনার সামনে উপস্থাপন করে তাহলে তথ্যের অসংগতিগুলি হয়তো আপনার কাছে স্পষ্ট হবে।

যা হোক কথা না বাড়াই। আপাতত আমি বাংলাদেশের সব জেলা কোডগুলি (কার্ডের ৫ম ও ৬ষ্ট কোড) উল্লেখ করছি। ধারাবাহিক ভাবে আমি এ সংক্রান্ত আর সব কোড সম্পর্কে তথ্য দেয়ার চেষ্টা করব। কোড ও জেলার নাম 22 কক্সবাজার 49 কুড়িগ্রাম 19 কুমিল্লা 50 কুষ্টিয়া 48 কিশোরগঞ্জ 47 খুলনা 46 খাগড়াছড়ি 32 গাইবান্ধা 33 গাজীপুর 35 গোপালগঞ্জ 15 চট্টগ্রাম 18 চুয়াডাংগা 13 চাঁদপুর 70 চাঁপাইনবাবগঞ্জ 38 জয়পুরহাট 39 জামালপুর 42 ঝালকাঠি 44 ঝিনাইদহ 93 টাঙ্গাইল 94 ঠাকুরগাঁও 26 ঢাকা 27 দিনাজপুর 64 নওগাঁ 65 নড়াইল 68 নরসিংদী 69 নাটোর 67 নারায়নগঞ্জ 73 নীলফামারী 72 নেত্রকোণা 75 নোয়াখালী 77 পঞ্চগড় 78 পটুয়াখালী 76 পাবনা 79 পিরোজপুর 29 ফরিদপুর 30 ফেনী 10 বগুড়া 4 বরগুনা 12 ব্রাহ্মণবাড়িয়া 6 বরিশাল 1 বাগেরহাট 3 বান্দরবান 9 ভোলা 59 মুন্সিগঞ্জ 61 ময়মনসিংহ 55 মাগুরা 54 মাদারীপুর 56 মানিকগঞ্জ 57 মেহেরপুর 58 মৌলভীবাজার 41 যশোর 85 রংপুর 84 রাঙ্গামাটি 82 রাজবাড়ী 81 রাজশাহী 51 লক্ষীপুর 52 লালমনিরহাট 86 শরীয়তপুর 89 শেরপুর 90 সুনামগঞ্জ 87 সাতক্ষীরা 88 সিরাজগঞ্জ 91 সিলেট 36 হবিগঞ্জ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.