www.facebook.com/omith.hasan.9
ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিলেও নিজেদের প্রচার, প্রসারের জন্যেও যে বর্তমান যুগে ডিজিটাল মিডিয়া ব্যবহার করতে হয়, আওয়ামী লীগ তা কোনভাবেই বুঝতে চায় না। বিরোধী পক্ষ যেখানে অপপ্রচারে তিলকে তাল বানিয়ে পাবলিকের মগজে গেঁথে দেয়, আওয়ামী লীগের ‘তাল’গুলো তখন প্রচারের অভাবে তিল হয়ে যায়, একসময় নিজেদেরই মনে থাকে না। লিমনের উপর র্যা বের অত্যাচারের ঘটনা সবাই জানলেও, অনেকেই জানে না তার উপর থেকে সব মামলা উঠিয়ে নেয়ার কথা। বিশ্বজিতের খুনিরা ছাত্রলীগ জানলেও, সবাই জানে না অভিযুক্ত সবার বিচার এগিয়ে যাবার কথা। রনি গ্রেফতারের পিছনে দরবেশের প্রভাব খুঁজতে সবাই হয়রান হলেও, কেউ একজন সাংসদকে গ্রেফতার করে জেলে পাঠানোর জন্য সরকারকে ধন্যবাদ দেয়না।
এতগুলো নিরপেক্ষ নির্বাচন হবার পরও যেমন একজনও ধন্যবাদ জানায়নি সরকারকে। যুদ্ধাপরাধীদের বিচারের মত জটিল বিষয় বাদ দেই, ঢাকায় থাকা লোকজন বুকে হাত দিয়ে বলেন লোডশেডিং গত বছরের চেয়ে এবার কম কিনা? আর কোন সরকার এত মেধাবীর চাকরী দিয়েছে কিনা, দেশে এখন ডাস্টবিন থেকে খাবার কুড়ানোর মত গরীব কেউ আছে কিনা, জঙ্গিরা আগের মত জেলায় জেলায় বোম ফাটিয়ে মানুষ মারে কিনা, তারেক জিয়ার মত আর কোন মিঃ টেন পারসেন্ট পয়দা হয়েছে কিনা?
এরকম উদাহারনের যেমন শেষ নাই, তেমনি নাই এগুলো মানুষের কাছে তূলে ধরারও। সেদিন এক টকশোতে দেখলাম বিএনপি মহিলা সাংসদ মনি বলছেন, স্বাচিপের ডাক্তাররা বিশ্বজিতের মৃত্যু নিশ্চিত হবার আগ পর্যন্ত তার কাছে যায়নি, অন্যদেরও যেতে দেয়নি শুধু মাত্র নেতাদের মন রক্ষা করার জন্য”। অবাক ব্যাপার, টকশোতে উপস্থিত সুশীলরা সহ অনলাইন-অফলাইন আজ পর্যন্ত একজন কেউ দেখলাম না ঐ জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে। অথচ বাঁশের কেল্লা ঠিকই সেই ভিডিও ক্লিপস ছড়িয়ে দিয়ে হাজার হাজার লাইক, শেয়ার কামিয়ে নিয়েছে।
ডিজিটাল বাংলাদেশের জনক এত এনালগ হলে কিভাবে চলে
আমাকে খুজুন ▬► https://www.facebook.com/omith.hasan.9 [ ADD / Follow ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।