CONNECTION FAILED
১৯৯৯ বিশ্বকাপ ফাইনাল থেকে আমি অস্ট্রেলিয়ার সমর্থক। তারপর থেকেই ক্রিকেটে অস্ট্রেলিয়ার দোর্দন্ড প্রতাপ। এই হিসেবে আমাকে সুবিধাবাদী বলতেও ছাড়েনি অনেকে কিন্তু তাতে কি? পারলে একবার অস্ট্রেলিয়ার মতো খেলে দেখাও না বাপু
তো যাহোক সেই অস্ট্রেলিয়ার পতন হয়েছে এই বিশ্বকাপেই। এখন চলছে নিজের দেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা। আর আমার কী সৌভাগ্য! নিজের প্রিয় দু দল দিয়েই শুরু হয়ে গেলো পেশাদার সাংবাদিকতার ক্যারিয়ার! অবশ্যই চাইবো বাংলাদেশ পুরো সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ তে হোয়াইট ওয়াশ করুক বা ২-১ এ সিরিজ জিতে নিক, এর চেয়ে স্বপ্নের শুরু আর কী হতে পারে!
এবার দেখা যাক কিছু ফটো আমার ক্যানন ১২.৫ মেগা পিক্সেলে তোলা
আমি যখন ঢুকলাম...তেমন কেউ নাই!
আমার পাশে বসা বিদেশী পাব্লিক
সাকিব আল হাসান..তারপর মাইকেল ক্লার্ক, প্রেসবক্স থেকে যা তোলা গেলো আর কী!
শফিউলের প্রথম বল
ম্যাচ হেরে হতাশ সাকিব
প্রেস বক্সে হাইস্পিড নেট ধুমায়া ইউজ কর্লাম আর লাঞ্চের খাবারদাবারও সুপার আছিলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।