আমাদের কথা খুঁজে নিন

   

Metal: A Headbanger's Journey, মেটালহেডদের জন্য যে ডকুমেন্টারিটা দেখা ফরয

আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা
আমার ২য় মুভি রিভিউ, এটাও একটা ডকু, তবে এটার সাবজেক্ট প্রথমটা থেকে পুরাই আলাদা। শিরোনাম পরেই বুঝতে পারতেসেন, এই ডকুটা হচ্ছে মেটাল নিয়ে। প্রথম এই ডকুটার কথা ব্লগেই পড়ি, ডাউনলোড দিয়ে দেখসিলাম, প্রায় ২ মাস আগে। দেখার পর মনে হইসিলো আমি তো মেটালে হাফেয হয়ে গেলাম যারা আর কষ্ট করে পড়তে চান না তাদের জন্য মিডিয়াফায়ার লিন্ক(৫০০ এমবি) http://www.mediafire.com/?oj2kn5twytz http://www.mediafire.com/?gnjyttyhoy1 http://www.mediafire.com/?ncznj5mnlyo http://www.mediafire.com/?4zm4wwzjwmm http://www.mediafire.com/?yyuxkxzntoc মুভিতে দেখান হয় একটা ছেলেকে যে টিন এজ অবস্থায় মেটাল ফ্রিক থাকে।

পরে বড় হয়ে যখন সে ভার্সিটিতে ভর্তি হয় তখন সাবজেক্ট নেয় এনথ্রোপোলোজি ( যদিও তার ইচ্ছা ছিল মেটালে মেজর করা )। সে তার থিসিস এর বিষয় হিসাবে নেয় মেটালকে। এখান থেকে শুরু হয় তার জার্নি, এ হেডব্যান্গারস জার্নি। আমার আগের রিভিউ এর মতই কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেই। * পুরা মেটালকে কিসু জনরা আর সাব জনরা তে ভাগ করে, যেটা একেবারে গ্রাফ একে দেখায় দেয়( এই জিনিসটা দেখেই নিজেকে হাফেয মনে হইসিলো )।

তারপর প্রত্যেকটা সাব জনরার আন্ডারে সবচেয়ে পপুলার যে ব্যান্ডটা তার ইন্টারভিউ নেয়। *একেবারে ব্ল্যাক সাবাথ থেকে শুরু করে ক্যানিবাল কর্পস পর্যন্ত সবার ইন্টারভিউ আসে। * প্রয়াত রনি জেমস ডিয়ো'র ইন্টারভিউ, সে কিভাবে বিখ্যাত \m/ সাইনটা বের করল তার শানে নুযুল। *আরেকটা জিনিস দেখলাম, USAর ব্যান্ড গুলারগানে শয়তানের উপাসনা নিয়ে অনেক চিল্লাপাল্লা থাকলেও বাস্তব জীবনে তারা একেবারেই নীরিহ/নিরিহ/নিরীহ (নিরিহ বানান কি ???)। এদিক থেকে জাউরা হচ্ছে নরওয়েজিয়ান ব্যান্ড গুলা, যারা জন্ম দিসে পুরা আলাদা একটা জনরা, নরওয়েজিয়ান ব্ল্যাক মেটাল এর ।

এরা একেবারে খাঁটি শয়তানের উপাসক। এরা চার্চ পুরায় দিসে এরকম ঘটনাও ঘটসে । * আরও অনেক কন্ট্রোভার্সিয়াল ঘটনা, ব্যান্ড মেম্বারদের লাইফস্টাইল, গ্রুপিদের জীবন........................... *আরও কি কি জানি লিখব ভাবসিলাম, এখন ভুলে গেসি আরেকটা কথা, এই মুভিটা দেখে যদি কারও ভাল লাগে , তাহলে ব্লগার ফুঁৎকার এর ব্লগে গিয়ে একটা থুতু দিয়ে আসবেন, কারন আমি যখন এই জোস ডকুটা দেখতেসিলাম, তখন সে ঘুমাচ্ছিল । তার নাকি মেটাল শুনলে মাথা ধরে যায় এই মুভির গানগুলা বেশি জোস। যেসব গান ইউস করা হইসে সেগুলা হল : Accept - Balls To The Wall Arch Enemy-Silent Wars Blue Cheer- Summertime Blues Cannibal Corpse- Decency Defied Children Of Bodom -Needled 7_24 Diamond Head - Am I Evil(Metallica Cover) Dio - Heaven And Hell Enslaved- Havenless Girlschool - C'mon Let's Go Iron Maiden-Run to the Hills Iron Maiden-The Number of the Beast Lamb Of God-Laid To Rest Metallica Master Of Puppets Motley Crue - Girls Girls Girls Motorhead - Ace of Spades Motorhead - Killed By Death Rage Against The Machine - Killing In The Name Of Sepultura-Arise Slayer-Disciple Slipknot-(SIC) Twisted Sister - We're Not Gonna Take It Van Halen-Eruption Venom - Bloodlust কারও কাসে এই এলবামটার ডাউনলোড লিন্ক থাকলে দেবেন, পোস্টে এড করে দিব।

মুভির imdb rating 8 অনেক ডকু রিভিউ হইসে, নেক্সট রিভিউ দিব হিন্দি মুভি নিয়ে । মুভির নাম: নকআউট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.