১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আসামিদের বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, সালমান এফ রহমানসহ অনেকের নাম ও কর্মকাণ্ড সম্পর্কে উল্লেখ ছিল।কিন্তু এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী আদালতকে জানিয়েছেন।
আজ সোমবার জাতীয় গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী কামরুল ইসলামের জেরার জবাবে তদন্ত কর্মকর্তা আদালতে এ বক্তব্য দেন।
চট্টগ্রাম মহানগর ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।কাল মঙ্গলবার এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) জেনারেল আবদুর রহিমের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।