্মানবতাবিরোধীদের বিচারের দাবিতে যে আন্দোলন হচ্ছে তা শাহবাগ এ শুরু হলেও তা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। গণজাগরন মঞ্চ থেকে যে ঘোষনা দেওয়া হয়েছে সে অনুযায়ী তা এখন ঢাকার বিভিন্ন জায়গায় সমাবেশ করে মানুষের দাবিকে আরো জোরালো করতে অগ্রণী ভূমিকা রাখছে। রায়ের বাগ, ভিক্টরিয়া পার্ক, মিরপুর,সোহরাওয়ার্দী উদ্যান(৭মার্চ হবে) , যাত্রাবাড়ি ইত্যাদি জায়গায় সমাবেশ হয়েছে। আমি গুলশান এলাকায় গিয়েছিলাম কাল। সেখানে যাওয়ার পর মনে হল এখানে কেন কোন সমাবেশ করা যায়নি বা করা হয়নি। গুলশান-বনানী এলাকায় না করার কি কোন কারন আছে? নাকি এ এলাকার মানুষ মানবতাবিরোধীদের , রাজাকারের বিচারের জন্য অনেক সচেতন আর যে এলাকায় সমাবেশ হয় সে অঞ্চলের মানুষ কম সচেতন??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।