আমাদের কথা খুঁজে নিন

   

ডিলারদের কাছে বেশি দামে টিসিবির পণ্য সরবরাহ!

বাজারদরের চেয়ে বেশি দরে ডিলারদের কাছে পণ্য সরবরাহ করতে চাইছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য সরবরাহ না নিলে লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকিও দিচ্ছে সংস্থাটি। এই অভিযোগ টিসিবির ডিলারদের। তবে টিসিবি কর্তৃপক্ষ বলছে, ডিলারদের কোনো হুমকি দেওয়া হচ্ছে না। বরং পণ্য সরবরাহ নিতে অনুরোধ করা হচ্ছে।

কিন্তু পণ্য নিচ্ছেন না ডিলাররা।
ডিলারদের জন্য ভোজ্যতেল ১০১ দশমিক ৫০ টাকা লিটার, চিনি ৪০ দশমিক ৫০ টাকা এবং ছোলা ৫২ দশমিক ৫০ টাকা কেজি নির্ধারণ করেছে টিসিবি। নিয়মানুযায়ী ডিলাররা এর সঙ্গে ৩ দশমিক ৫০ টাকা কমিশন যোগ করে খুচরা বাজারে বিক্রি করবেন। কিন্তু ডিলারদের অভিযোগ, তিনটি পণ্যেই দর বেশি রাখতে চাইছে টিসিবি। শুধু তাই নয়, নিম্নমানের পণ্য উচ্চদামে গছিয়ে দিতেও টিসিবি তৎপর।


সারা দেশে টিসিবির তিন হাজার ১০০ ডিলার রয়েছেন। ডিলারদের প্রস্তাবিত সংগঠন বাংলাদেশ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশন (বিটিডিএ) বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, প্রতি কেজি ছোলার পাইকারি দর ৩৬ টাকা, চিনি ৪০ টাকা এবং ভোজ্যতেল ৯৬ টাকা। সে হিসাবে বাজারমূল্য থেকে ছোলায় কেজিতে ১২ টাকা, চিনিতে ৫০ পয়সা ও সয়াবিন তেলে ৫ দশমিক ৫০ টাকা বেশি নিতে চাইছে টিসিবি।
বাজারদরের চেয়ে টিসিবি সব সময়ই পণ্যের দর বাড়িয়ে নির্ধারণ করছে বলে জানান ডিলাররা। ডিলাররা জানান, রমজানের আগে যে ছোলার বাজারদর ছিল ৫২-৫৫ টাকা, টিসিবির ছোলার দর ছিল তখন ৬০ টাকা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।