আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় মেঘনার ডিলারদের জ্বালানি উত্তোলন বন্ধ

প্রতিষ্ঠানগুলো হল বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি।
মেঘনা পেট্রোলিয়ামের খুলনার সহকারী জেনারেল ম্যানেজার একেএম আকতার কামাল চৌধুরীকে অপসারণের দাবিতে কিছুদিন আগে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্পপ ওনার্স এসোসিয়েশন খুলনার সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির খুলনার সহকারী জেনারেল ম্যানেজারকে অপরসারণ না করায় চারটি সংগঠন মেঘনা পেট্রোলিয়ামকে বয়কট করেছে।
তিনি অভিযোগ করেন, মেঘনা পেট্রোলিয়ামের ম্যানেজার ভিআইপি কোটায় গ্যাস পছন্দ মতো ডিলারদের দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছেন। এছাড়া তার ব্যবহার খুবই খারাপ, যার কারণে তারা দীর্ঘদিন ধরে তাকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।
তিনি বলেন, মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে দুইটি আবেদনপত্র দেয়া হয়েছে, যাতে একেএম আক্তার কামাল চৌধুরীর দুর্নীতি আর অনিয়মের কারণে তার শাস্তি এবং অবিলম্বে খুলনা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় শুক্রবার থেকে খুলনায় মেঘনা পেট্রোলিয়ামকে বয়কটের ঘোষণা দেয়া হয়।
এই কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।