আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের তিন বছর পূর্তিতে বিয়ে করলেন নির্ঝর-তানজিকা


তিনবছর আগে ঠিক একই দিনে এনামুল করিম নির্ঝর ও তানজিকার মধ্যে পরিচয়ের সূত্রপাত। প্রথম পরিচয়ে তারা একে অপরকে পছন্দ করে ফেলেন। পছন্দ থেকে ধীরে ধীরে তা একসময়ে প্রণয় সম্পর্কে পরিণত হয়। গত ৩রা এপ্রিল ছিল তাদের সেই প্রণয় সমপর্কের তিন বছর পূর্তি। আর এই দিনটিকেই বিয়ের জন্য চূড়ান্ত করেন স্থপতি-চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী তানজিকা আমিন।

দুই পরিবারের সদস্যদের পাশাপাশি দুই পক্ষের কাছের কিছু বন্ধুদের সঙ্গে নিয়ে ওইদিন রাতে বিয়ে করেন তারা। এনামুল করিম নির্ঝরের বাসায় অনুষ্ঠিত এই বিয়েতে তাদের দেনমোহর ধার্য হয় ১ হাজার ১ টাকা মাত্র। তানজিকা বলেন, নির্ঝরের বাসাতেই বিয়ে হয়েছে। গতকাল সকালে সে অফিসে চলে যায় এরপর আমি ওর বাসা থেকে আমার মায়ের বাসায় আসি। আমাদের জন্য দোয়া করবেন।

দেনমোহর প্রসঙ্গে তানজিকার কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমি বিশাল অংকের টাকার দেনমোহরে বিশ্বাসী না। তাই এমনটি করেছি। যে থাকবার এমনি থাকবে আর যে চলে যাওয়ার সে যাবেই। আর আমার ভরণ-পোষণের জন্য আমি নিজেই তো আছি। আমাদের বিয়ের যে দেনমোহর ১ হাজার ১ টাকা, সেই টাকাটা আমরা বাঁধিয়ে রাখবো।

নির্ঝরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুখী হই। উল্লেখ্য, তানজিকার প্রথম হলেও নির্ঝরের এটি দ্বিতীয় বিয়ে। প্রায় ৩ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। রোদ্র নামে তার একটি সন্তান রয়েছে।

সূত্র আমার কথাঃ ২৬ মার্চ রাতে নির্ঝর সাহেবের একটা ভিডিও প্রকাশিত হয়েছিল মডেল কণ্যা চৈতীর সাথে। তারপরও বিয়া করলেন ক্যামনে তানজিকা ভাবতেই অবাক হয়ে যাচ্ছি। দেশ দিন দিন ভালোই এগিয়ে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নয়............... !!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.