মেঘ বলেছে যাব যাব
এক।
ইচ্ছে করলে নিতে পারো আমার চোখের জল
ইচ্ছে করলে নিতে পারো আমার মুখের বোল
তার বদলে দিও তুমি তোমার স্মৃতির মাঝে
এক চিলতে সবুজ ভূমি জলে টলমল।
দুই।
তুমি চাঁদ হয়ে আসবে না জানি কোনোদিন এ হৃদয়ে
তুমি ঝড় হয়ে আসবে না মানি কোনোদিন আমার হয়ে
তিন।
কতদিন যে দেখিনি তোমায়।
আমাকে পাবলো পিকাসো কিংবা ভিঞ্চি বানিয়ে দিলেও তোমার প্রতিকৃতি আঁকতে পারব না। কারণ তোমাকে ভুলে গেছি। তবে কল্পনায় আঁকা প্রতিকৃতি নিয়ে তোমাকে ভাবি সারাবেলা সারাক্ষণ।
চার।
আমার ছোটবেলায় প্রিয় বিজ্ঞাপন ছিল নিরালা গ্রিন লন্ডি সাবান।
আজ তোমায় মনে পড়ছে। খুব মনে পড়ছে। খোলস থেকে বেরোতে চাই। ফিরে যেতে চাই ভূতের গল্প বলা সেই শীতল পাটিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।