আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ইন্টারনেট ডাটা প্যাকেজ রেট আপডেটঃ গ্রামীণফোন

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।  

গ্রামীণফোন এখন তাদের আগেকার ইন্টারনেট ডাটা প্যাকেজগুলই কিছুটা পরিবর্তন করে নতুন করে ছেড়েছে। গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজে একই মেয়াদে বিভিন্ন সাইজের বান্ডেল বেছে নেওয়ার সুযোগ থাকছে আগের মতই।

এইমাসের ইন্টারনেট ডাটা প্যাকেজ রেট আপডেট এর এই পর্বে দেখে নিন মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিভিন্ন ইন্টারনেট ডাটা প্যাকেজের বান্ডেল প্যাক এবং একটিভেট করার উপায়। ব্যবহার অনুযায়ী বিল প্যাকেজ ০১. প্রতি কিলোবাইট ১পয়সা, ৩০দিনে সর্বোচ্চ ৩০০টাকা পর্যন্তঃ প্যাকেজটি চালু করতে ডায়াল করুন *৫০০*০# ০২. প্রতি কিলোবাইট ২পয়সা, ৩০দিনে সর্বোচ্চ ২০০টাকা পর্যন্তঃ প্যাকেজটি চালু করতে ডায়াল করুন *৫০০*১# নাম্বারে। মিনি প্যাক প্যাকেজ ০১. ১মেগাবাইট+২এমএমএস প্যাকঃ ২.৫০টাকায় ২দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*১১*১# নাম্বারে। ০২. ৩মেগাবাইট+৩এমএমএস প্যাকঃ ৯টাকায় ৭দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*১০*১# নাম্বারে। ০৩. ১৫মেগাবাইট প্যাকঃ ২৯টাকায় ১৫দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*৭*১# নাম্বারে।

০৪. ৯৯মেগাবাইট প্যাকঃ ৯৯টাকায় ১৫দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*৯*১# নাম্বারে। ০৫. ১৫০এমবি প্যাকেজঃ ৬০টাকায় ১দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*৪*১# নাম্বারে। মাসিক প্যাকেজ ০১. ১জিবি প্যাকঃ ৩০০টাকায় ৩০দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*৬*১# নাম্বারে। ০২. আনলিমিটেড প্যাকঃ ৮৫০টাকায় ৩০দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*২*১# নাম্বারে। *আনলিমিটেড বলা হলেও ৫জিবির পর থেকে ফেয়ার ইউসেজ পলিসি চালু হবে।

০৩. রাত্রিকালিন প্যাকঃ ২৫০টাকায় ৩০দিন মেয়াদি রাত ১২টা থেকে সকাল ১০টার এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*৩*১# নাম্বারে। *আনলিমিটেড বলা হলেও ৫জিবির পর থেকে ফেয়ার ইউসেজ পলিসি চালু হবে। ০৪. ৩জিবি প্যাকঃ ৭০০০টাকায় ৩০দিন মেয়াদি এই প্যাকেজটি নিতে ডায়াল করুন *৫০০*৫*১# নাম্বারে। আগের থেকে ইন্টারনেট প্যাকেজগুলোর রেট অনেক কমলেও তুলনামূলক ভাবে রেটগুলো এখনও যৌক্তিক হয়নি। প্যাকেজগুলোতে গড়ে প্রতি মেগাবাইটের ব্যান্ডউইথের দাম প্রায় ১টাকা করে রাখা হচ্ছে।

ইন্টারনেট প্যাকেজের দাম আরও কমিয়ে সাধারনের নাগালে আনা উচিত। এ ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.