~কেন জানি রোমাণ্টিক হাওয়া(মুড) একটু আকটু গায়ে কাঁটা দিতেছে~
ঠিক যেন জুপ করে হয়ে যাওয়া একটু আগের বৃষ্টিটা
আর তারপরেই পরশ বুলিয়ে শীতল আমেজের মৃদুমন্দ দক্ষিণা বায়ুটা~
আরও যেন নিঃশব্দে প্রেমিকের গালে আলত করে আদরের চুমুটা, তারপর উল্লাসিত হয়ে দুষ্টমিভরা চোখে নূপুরের তালে লুকোচুরি খেলাটা~
এ যেন সোনালী ধানের শীষে প্রবাহিত বাতায়ন, একেঁবেকেঁ শিস দিয়ে অচিন সুর তুলে নৃত্যের তালে দুলেদুলে বইছে,
ঠিক এমনই একটা ক্ষণে স্নেহ ভরা চিকিমিকি চোখে কৃষকের নির্মল রোমাণ্টিক হাসিটা~
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।