হাতছানি দেয় দূরে কেউ আমারে
অভিভাবক মানে আমাদের গুরুজন, গুরুজনরা যা বলে আমাদের তাই শোনা উচিৎ। কারন তারা যা বলে আমাদের ভালোর জন্যই বলে। কোন অপরাধ করলে তারা শাষন করে থাকেন।
তবে..............................
আসেন কিছু শাষনের নতুন স্টাইল শিখি এবং কিছু অজানা জিনিস জানি..
ধরুন .....
১০ শ্রেণীর কোন ছাত্রী প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরেছেন অভিভাবকরা। ..
আসুন দেখি শাষনে কিছু নতুন স্টাইল...
=> কিছু অভিভাবক আছে যারা শুধু ছেলেরই দোষ দেবে এবং ছেলেকে বলবে তুই আমার মেয়েকে নষ্ট করেছিস।
আমার মেয়ে এই কেম কাজ করতেই পারে না্ আর যেন এই এলাকায় না দেখি তোকে সহ নানাবিধ হুমকিসহ গালিগালাজ করে।
বি.দ্র. : তাদের মতে তার মেয়ে কোন খারাপ কোন কিছু করতেই পারে না!। একদম পবিত ধোয়া তুলসিপাতার মত................
=> আরেক ধরনের অভিভাবক আছে যারা এরকম পরিস্থিতিতে মেয়েকে বলে..
ছি: তুই এই রকম একটা কাজ করবি ভাবতেই পারি নি। আরে যখন প্রেমই করবি তো একটা সট্যান্ডার্ড ছেলে দেখে প্রেম করতি। আর তুই কিনা এইরকম ফকিরের ছেলের সাথে...! ছি:
বি.দ্র: তাদের মতে প্রেম করবি টাকা পয়সা ধনসম্পদ যার আছে।
অথ্যাৎ মেয়েকে নতুন পথের সন্ধান দিচ্ছে... যে তুমি অগ্রসর হও...!
=> আরেক ধরনের অভিভাবক আছে যারা এই রকম পরিস্থিতিতে মেয়েকে ২/৪টি থাপ্পর দিবে এবং বলবে তোকে যেন এই ছেলের সঙ্গে না দেখি তাহলে তোকে জবাই করে ফেলবো এবং ছেলেকেও ক্ষানিকটা শাষিয়ে দেয়।
বি:দ্র : তাদের চিন্তা ধারা শাষন করলেই মেয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু য় তার উল্টো, হয় মেয়ে বিষ খাই নয়তুবা বাড়ী থেকে বেড় হয়ে বিয়ে করছে।
=> এদের মধ্যে কিছু বিখ্যাত অভিভাবক আছে যারা এরকম পরিস্থিতিতে বিখ্যাত করা করে থাকে। তা হল. মেয়েকে প্রেম করতে দেখলেও কিছুই হয় মনে করবে না কিংবা দেখেই না দেখার ভান করে চলে যাবে!
বি.দ্র. এধরনের বিখ্যাত অভিভাবকদের ধারনা বর্তমানে ডিজিটালের যুগে হতেই পারে।
..... তারা উল্টো ছেলেমেয়েদের দেখে ভয় পাই।
চলবে!
বিস্তারিত সহ আগামিকাল আপনাদের সঙ্গে আলোচনা করবো, যদি মহান আল্লাহ তায়ালা আমাকে বাচিঁয়ে রাখেন।
ধন্যবাদ*
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।