সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
সকাল সাজ সন্ধ্যা বেলায় তার চিঠি আর আসেনা
বায়বীয় হয়ে গেছে চিঠির ভাষা - উপমা
সে ,আমি, আছি হয়ত পাশা পাশি কানা কানি
ইথার কেড়ে নিয়েছে আমার পুরোন কৈশর প্রেম
স্বপ্নের আকাশে নি:স্ব চাঁদ একাকি
কবিতার আকাশে শ্রাবনের মেঘ
মেধমেদ যগ্গের ধোঁয়ায় বিবর্ণ আকাশ
সুতা কাটা বুড়ীও মারা গেছে নিল আমস্ট্রনের কাছে
এমন একটা পৃথিবী যেখানে
সব সব নিজের মত নিজের জায়গায়
ঘর আছে,জীবন আছে,প্রাণ আছে
কিন্তু সচল আত্মা নেই-বহুদুর--
বতার লিখা গুলোয় শিকড় গেড়েছে উই পোকার ডিম
খামের নিচে চেপ্টে গেছে শ্বাস প্রশ্বাস প্রথম চুম্বন
নত জানু মুখের দিকে তাকানোতে নেই সেই টান
টানা টানা চোখে প্রেমের ভাষা কই-
আছে শুধু কামনার রস কামরাঙ্গা কামাতুর
নতজানু আমি জিঘাংসার পাশের ইতিহাস
ভুগোলের যাতা কলে নিয়ে নিয়েছে গুগল
পারমানবিক শক্তি কেরে নিচ্ছে এককটা প্রাণ
তোমার আমার শ্বাস প্রশ্বাসের ঘ্রান
ঘামে ঘামে একাকার ছিলাম তুমি আমি
লেপ্টে থাকা ঘামের গন্ধ, স্নিগ্ধতার গন্ধ
কেরে নিল ব্রুটের ঝাঝাল গন্ধ
এপাসারের কৃত্রিম বাতাস নিয়ে দিল শিতল বাতাস
কবিতা আর লেখা হয়না তোমাকে নিয়ে
স্যামুয়েল বেকেট হচ্ছি তুমি আমি একাকি
দারুচিনি,লবঙ্গের ঘ্রান নেই
আছে নোনা ধরা হার্ডবোর্ডের মের মেরে দেয়াল
বন্ধু তুহিন
লেটোন স্টোন
লন্ডন
তারিখ-০৩/০৪/২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।