এসো ভালোবাসা, একবার হলেও তুমি এসো...তারপর না হয় চলে যেও...কারন ওটাই অনেক সহজ... সময়ের সাথে সাথে ভেসে বেড়ানো এই জীবন, তোমার কল্পনাতেই শুধু আমার বসবাস। তোমার ভাবনার ইথারের মাঝে কত রঙেই না তুমি সাজাতে আমাকে, সাজাতে সাজাতে তোমার অজান্তে আমাকে করলে দেবী। ঠিক, তোমার যখন মন চাইতো,তখন আমাকে তৈরি করতে, আবার মন যখন চাইতো, ছুড়ে,ভেঙে বিসর্জন দিতে। কিন্তু আমি চাইনি, নিছক-ই হতে, তোমার ইথারের কোন দেবী, আমি শুধু চেয়েছিলাম,হয়ে উঠতে সাধারন অতি - এক মানবী। আমি আজো তোমার দেয়া, সেই নীল ণীলাম্বরী শাড়িতে সেজে থাকি , পাখিরা আজো আমার ঘুম ভাঙায় ,তুমি আসবে বলে । আজো সেই বকুল বিছানো পথে, ওই পাহাড় চূড়ায় অপেক্ষা করা, বিষন্ন দুপুর-টা এখন আর-ও কেমন যেন একাকী প্রহর গোণা। গোধূলী বেলায় আজো চেয়ে থাকি, রাঙা পথে কখন ফিরবে তুমি, রুপালি জোছনায় আজো,ছাদে বসে এলো চুলে এখনো গাওয়া হয় "দূর দেশী সেই রাখাল ছেলে.........."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।