ইদানিং ফেসবুকে সবাই নিজের নামকে বাংলায় রুপান্তর করতেছে । যেইটা একটা আভিজাত্য ভাব আনতেছে সকল ব্লগারদের মধ্যে । তাই আমার মনেও নিজের নামকে বাংলায় রুপান্তরের খায়েস জাগল । দিলাম নাম বাংলায় । তয় বেরসিক ফেসবুক কয় জাতীয় পরিচয় পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা স্টুডেন্ড আইডি কার্ড স্ক্যান কপি লাগব ।
কিন্তু আমার কাছে এর কোনটাই নাই । কিতা করুম । পরে ইন্টারনেট থেইক্কা সার্চ দিয়া একটা জাতীয় পরিচয় পত্রের ছবি দিলাম । কিন্তু কি ফেসবুক কতৃপক্ষ কয় এইটা ভূয়া । লগে আমারে ওয়ার্নিং একটা দিল ।
তয় কাইল্কা কি মনে কইরা আবার করলাম ট্রাই । লগে দিলাম শাহবাগের একটা ছবি । এইবার বুজলাম ফেসবুকরে কিল্লাই ভুদায় কয় । হেতেরা শাহবাগের আন্দোলন দেইখ্যা বুজবার পারল যদি নাম বাংলায় না দেয় তাহলে তাগোর কপালে দুঃখ আছে । তাই অহন আমার নাম বাংলায় ।
হে হে হে ।
জয় শাহবাগ আন্দোলন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।