আপনি কোন মোবাইল অপারেটরের ইন্টারনেট চালাচ্ছেন? আপনার ইন্টারনেট স্পিড ও অন্যান্য বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। কারণ এটা জনস্বার্থমূলক আলোচনা হতে পারে। আপনার অভিজ্ঞতা অন্যদের খুব কাজে লাগবে।
আমি রাজশাহীর জেলার একটি উপজেলায় বসবাস করি। আগে মবিডাটা এজ মডেম দিয়ে গ্রামীণফোন ইন্টারনেট চালাতাম।
অন্যসব জিএসএম অপারেটরের থেকে এটা অনেক ফাস্ট ছিলো। কিন্তু এখানে ইদানিং এটা স্লো কাজ করে। ডাউনলোড স্পিড প্রায় ৮-৯ কেবি। কিন্তু একটেল (রবি) ইদানিং ৩০-৩৫ কেবি দেয়। আর এখন চালায় সিটিসেল জুম (আমাদের এখানে আল্ট্রা সার্ভিস নেই)।
এটাকে ভালো পাই। ১৬-২০ কেবি স্পিড দেয়। তবে মাঝে মাঝে সমস্যা হয়। ০কেবি তে গিয়ে থেমে যায়। ডিসকানেক্ট করে আবার চালাতে হয়।
আপনারটা বলবেন? কি চালাচ্ছেন? কেমন চলছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।