চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।
অতি সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের মাছরাঙ্গা (কিং ফিশার এর বাংলা জানি না) মডেল পুনম পান্ডে ঘোষণা দেন যে, তিনি নগ্ন হবেন। ভারতীয় ক্রিকেট টিম ফাইনালে জয়ী হলে তিনি নাকি ড্রেসিং রুমে যাবেন এবং ক্রিকেট বীরদের সামনে গিয়ে একে একে কাপড় খুলবেন এবং ফাইনালি বিবস্ত্র হবেন। নিন্দুকেরা বলছেন, নিজেকে এক্সপোজ করার জন্য বা মিডিয়ার সামনে আসার জন্য তিনি এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, পেছনের কারণ যা-ই হোক না কেন, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি বলেছেন, "ভারতীয় ক্রিকেট টিমকে চিয়ার আপ করার জন্যই তিনি নগ্ন হবেন"।
তার এই মহতী উদ্দেশ্য হীতে বিপরীত না হলেই হলো। ক্রিকেট বোদ্ধাদের আশঙ্কা, পাছে বল ঘষতে গিয়ে বলে আঠা লেগে না যায়, অথবা পুনমের নগ্ন দেহ ভাবতে গিয়ে ক্যাচ ফেলে না দেয়।
শুধু ভারতীয় উপমহাদেশ নয়, সারা পৃথিবীতে নারীরা আজ বন্দি, পরাধীনতার শিকলে আবদ্ধ। নারীকে শুধু ঘরে বন্দিই করে রাখা হয় নাই, তাদেরকে কাপড়ে মুড়ে আচ্ছাদিত করে রাখা হয়েছে। আজ তাই জোয়াড় এসেছে, সময় এসেছে নারীকে সামনে আনার, নারীকে সম্পূর্ণরুপে এক্সপোজ করার।
মেধা এক্সপ্লোর নয়, শরীর এক্সপোজ মানেই নারীমুক্তি। রাইমা সেন কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন যে তিনি একটা ম্যাগাজিনের জন্য নগ্ন পোজ দেবেন। এই উপমহাদেশে, সম্ভবতঃ, তিনিই নারী বন্দিত্বের প্রথম শিকলটি খুলে ফেলেন। অবশ্য, সাথে সাথে কাপড় খুলেছেন কিনা জানা যায়নি। প্লেবয় ম্যাগাজিনে নগ্ন পোজ দেয়া মহীয়ষী নারীদের মতই পুনম আজ নারী স্বাধীনতা/মুক্তির অগ্রদূত।
তার এই সিদ্ধান্ত সফল হলে তিনি নারীমুক্তি আন্দোলনকে এক উচ্চ মাত্রায় নিয়ে যাবেন নিঃসন্দেহে। নিন্দুকেরা এই ধরণের নগ্ন পোজ দেয়াকে ভদ্রঘরের বা উচ্চবিত্তের পতিতাবৃত্তি বলে নারী-মুক্তি/স্বাধীনতার আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।
যাই হোক, ভারতীয় গোঁড়া সমাজ দেশের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে পুনমের এই রকম মহান আত্ম-বলিদান মেনে নিতে চাইছে না। পুনমের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অনেকেই তার এই ত্যাগকে নোংড়ামো বলে অভিহিত করার প্রয়াস পাচ্ছেন। ভারতীয় পুলিশও তার পেছনে লেগেছে।
জানা গেছে, পুনমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের অভিযোগ, পুনম নোংড়ামো করছে। তার বিরুদ্ধে এই মামলা নারীকে যে কত পেছনে ঠেলে নিয়ে যাবে, ধর্মভীরু ভারতীয় উপমহাদেশ তা হাড়ে হাড়ে টের পাবে। সর্বপরি, বলা যায়, পুনমের বিরুদ্ধে মামলা নারীমুক্তি/স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে এক বড় ধাক্কা। কোন নারীবাদী সংগঠন পুনমের পক্ষ নিয়েছে কি-না বা আইনী সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে কি-না জানা যায়নি।
তবে আমাদের বিশ্বাস, অচিরেই নারীবাদী/পতিতাবাদী সংগঠনের অনেকেই পুনমকে উল্লঙ্গ করতে সাহায্য করবেন।
পুনশ্চঃ নারী এবং নারীমুক্তিকামী মানুষের জয় হোক, এই প্রত্যাশায় রইলাম।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।