আমাদের কথা খুঁজে নিন

   

আইবিবিএল আইইউটি ৩য় ন্যাশনাল আইসিটি ফেষ্ট – ২০১১



পরপর দুইবার সফলভাবে সম্পন্ন করার পর তৃতীয়বারের মতো IUT তে আবার ও হতে যাচ্ছে আইবিবিএল আইইউটি ৩য় ন্যাশনাল আইসিটি ফেষ্ট – ২০১১ এই আইসিটি ফেষ্ট এ বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে রয়েছে : ১. Programming contest ২. FIFA'11 Contest ৩. Counter Strike ৪. ICT Olympiad Contest ৫. General Knowledge ৬. Project Showcasing ভেন্যুঃ আইইউটি ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর তারিখঃ ৭ ও ৮ এপ্রিল-২০১১ রেজিট্রেশনঃ শুরু হয়ে গেছে এবং চলবে ৫ তারিখ পর্যন্ত যারা রেজিট্রেশন করবেন তাদের জন্য ঢাকা থেকে বিনামূল্ল্যে যাতায়াত এর ব্যবস্থা রয়েছে, তাছারা রিফ্রেশমেন্ট, লাঞ্চ, টি শার্ট ও কিটস তো রয়েছেই। বি.দ্র. যারা ভাবছেন যে আমি তো এই গুলা কিছুই পারি না, তাদের জন্য বলছি রেজিট্রেশন করে অন্তত একবার আইইউটি ক্যাম্পাস ঘুরে আসুন। এই সুন্দর ক্যাম্পাস দেখার সুযোগ তো সব সময় পাবেন না। লিঙ্কঃ http://www.iutoic-dhaka.edu/ictfest/main/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।