আমাদের কথা খুঁজে নিন

   

মেঘলা আকাশ... আর ইচ্ছের আকাশ....+বৃষ্টি নেমেছে!!!

ফেবুতে আমিঃ-http://www.facebook.com/JRK001
এক মুঠো জীবনে এক চিলতে চাওয়া! রোদেলা আকাশে রোদ্দুর পাওয়া। এক মুঠো দুঃখে এক চিলতে কান্না! মেঘলা আকাশে বৃষ্টির ঝর্ণা। এক মুঠো সুখে এক চিলতে হাসি! মেঘলা আকাশ আমি রোদ্দুর ভালবাসি। ********************************************* ইচ্ছে করে দূর আকাশে উড়ে বেড়াই. মেঘে মেঘ দৌড়ে পালাই! সাত রঙ্গের রং ধনু আঁকাই. ইচ্ছের আকাশ ইচ্ছে মতো রাঙ্গাই! মেঘে মেঘে বজ্র গঠাই! ইচ্ছে মতো বৃষ্টি নামাই!! ইচ্ছে করে পৃথিবীটা নতুন করে সাজাই। তাইতো সব ইচ্ছে গুলো আকাশটাকে জানাই!!! একটা বৃষ্টির গানঃ- বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী নিঝুম রাতে বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায় বার বার শুধু ডাকে ফিরে আয় আয় আয় স্মৃতির দুয়ার খুলে আমি পায়ে চলেছি মেঠো পথে কাশবন আর ঐ নদীর বাঁকে আমি সুর করি ঐ মাছরাঙা পাখির রঙে আমি গান ধরি ঐ শিস দেয়া পাখির ডাকে স্মৃতির দুয়ার খুলে আমি শুয়ে আছি কোন বটতলে নিঝুম আকাশে তারার হাসি আমি সুর করি ঐ নিঝুম রাতের কোলে আমি গান ধরি ঐ জেগে থাকা তারার ভাষায় বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী নিঝুম রাতে বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত বৃষ্টি নেমেছে... বিশেষ ধন্যবাদেঃ- রাজসোহান ভাই
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।