I realized it doesn't really matter whether I exist or not.
দারুণ আবহাওয়া বা নাইস ওয়েদার বলে অন্যরা কী বোঝান আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় পরিস্কার আকাশ আর রোদেলা দিনকেই নাইস ওয়েদার বলে থাকেন সবাই। কিন্তু আমার ক্ষেত্রে নাইস ওয়েদার হলো যখন আকাশে খণ্ড খণ্ড মেঘ থাকে, সূর্য থাকে কিন্তু তার রোদ চোখে পড়ে না, আর অনেক জোরে ঠাণ্ডা বাতাস বয়ে যায়। আমার কাছে এর চেয়ে ভালো আবহাওয়া আর হয় না।
আজ সকালের বৃষ্টি।
টিনের চালে বৃষ্টির শব্দ শুনেছেন কি?
গতকাল হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভ্যাপসা গরম দূর হয়ে ঠাণ্ডা এক আবহাওয়ায় বিকেলটা হয়ে উঠেছিল অসাধারণ সুন্দর ও উপভোগ্য। বাসায় বসে জানালা দিয়ে ভেতরে আসা ঠাণ্ডা বাতাস যেন বাইরে একটু বেড়ানোর জন্য হাতছানি দিয়ে ডাকছিল। কিন্তু কোথাও যাওয়ার খুঁজে পাচ্ছিলাম না।
মোবাইল হাতড়ে স্কুলের ক্লাসমেটদের নাম্বার খুঁজলাম। কিছু নাম্বার পেলাম, কিন্তু তাদের আর ফোন করা হয়ে উঠলো না।
আমাদের ব্যাচের পোলাপানগুলো স্কুলের ভেতরে 'একতাই বল' ভাব নিয়ে থাকে আর স্কুলের গেটটা পার হওয়া মাত্রই 'চাচা আপন প্রাণ বাঁচা' কনসেপ্ট নিয়ে যে যার দিকে হাঁটা ধরে। তাই তাদের নিয়ে কোথাও ঘুরতে বের হওয়ার আশা বৃথা।
একা একা ঘুরতে ভালো লাগে না। তাছাড়া কাছেপিছে বৃদ্ধিজীবি শহীদ মিনার ছাড়া যাবার জায়গাও নেই। শহীদ মিনার ভালো লাগে না।
আর রাস্তাঘাটে জ্যামের মধ্যে রাস্তা পার হওয়ায়ও তেমন কোনো মজা নেই। অগত্যা ঘরে বসেই শীতল বাতাস উপভোগ করার চেষ্টা করলাম ও হালকা মেঘলা আকাশের দিকে মন খারাপ করে বসে রইলাম।
বিকেলটা মন খারাপ করার মতো ছিল না। বরং খারাপ থাকা মনকে ঝরঝরে করে দেয়ার মতোই ছিল বিকেলটি। কিন্তু তা আর হয়ে উঠলো না।
চার দেয়ালের মাঝে প্রকৃতির শীতল হাওয়া কতটুকু আর আসে।
যে কথা না জানলেও চলবে
ছবিঃ স্যামসাং পয়েন্ট অ্যান্ড শুট
সোর্সঃ ফ্লিকআর
বৃষ্টি হচ্ছিল তাই লেন্স ভিজে যাওয়ার ভয়ে আর বেশি কাছে যেতে পারিনি। অপটিক্যাল জুম-এ তোলা ছবি।
প্রথম প্রকাশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।