কেন সে গান শুনি আমি; হই আত্মহারা
প্রতারক কবি মোর করে গেল সারা।
কবি আর শিল্পীর সুরে ভর করে,
ভালবাসা, কেন সে যে ক্রমাগত বাড়ে?
আমাদের হৃদয়তলে অনুভূতির স্থান
ভরে গেছে কৃত্রিমতায়, হয়েছে নিষপ্রাণ,
যেদিন সকল সত্য ধুয়ে-মুছে গেল
আর প্রেমের সুধারস কান্তিতে লুটালো।
সেই গানে ছিল কলঙ্ক; অভিনয়ে মেকি
বইয়ের ভাষায় ছিল ছোট ছোট ফাঁকি
শিল্পীর সুরে আর গানে ছিল ঘৃণা
সত্যিকার প্রেম কভু সেখানে থাকে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।