আমাদের কথা খুঁজে নিন

   

অবকাশে হচ্ছে না যুদ্ধাপরাধ শুনানি

ফলে দেড় মাসের দীর্ঘ এই ছুটিতে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার শুনানি হচ্ছে না।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবকাশকালীন বেঞ্চের বিচারকদের নাম জানানো হয়। ছুটিতে যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি যে হচ্ছে না, ওই বিজ্ঞপ্তিতেই তা স্পষ্ট হয়।
যদিও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর আগে সুপ্রিম কোর্টের অবকাশে যুদ্ধাপরাধ মামলার আপিলের শুনানি চালানোর ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন।
আগামী ১ অগাস্টের পর সুপ্রিম কোর্টের এই ছুটি  শুরু হয়ে, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।


সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশের এই সময়ে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর একক বেঞ্চ আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তি করবেন।
৪ ও ৫ অগাস্ট বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, ১৩, ২০ ও ২৭ অগাস্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং ৩ ও ১০ সেপ্টেম্বর বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
হাই কোর্টের রায়ের পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে যাওয়ার ক্ষেত্রে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে চেম্বার আদালত। এখানে একজন বিচারপতি বসেন।
সাধারণত হাই কোর্টের আদেশ/রায় স্থগিত করার আবেদন নিয়ে বা পূর্ণাঙ্গ আদালতে শুনানির তারিখ নির্ধারণের জন্য বাদি/বিবাদি পক্ষ চেম্বার আদালতে যায়।


জামায়াত নেতার কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলায় আপিল শুনানিতে পাঁচ মাসেরও বেশি সময় লেগে যাওয়ায় সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশে যুদ্ধাপরাধের মামলার আপিল শুনানির দাবি ওঠে।
গত ২৩ জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “সামনে সুপ্রিম কোর্টের বড় একটি ছুটি রয়েছে। এই ছুটিতেও আপিল শুনানি অব্যাহত রাখার আবেদন করা হবে কি না সে বিষয়টি বিবেচনায় রয়েছে। ”
মঙ্গলবার দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিল শুনানির দিন ধার্যের সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, অবকাশে জরুরি বিষয় শুনানির নজির আছে।
তবে আদালত সেটা গ্রহণ না করে আগামী ১৭ সেপ্টেম্বর শুনানির দিন রাখে।

ওইদিনই কামারুজ্জামানের মামলার সারসংক্ষেপ জমা দেয়ারও দিন রয়েছে।
এই দুটি মামলা ছাড়াও কাদের মোল্লার মামলাটি আপিল শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।