কিছু অস্পষ্ট, কিছু রঙ্গিন একেবারে নতুন করে জাগবো ভেবেছিলাম। সাপের মত খোলস পাল্টে মানুষ কি নতুন হতে পারে? আমি পারিনি। স্মৃতির প্রলেপ ঘষে উঠাতে গিয়ে আরো জড়িয়ে ফেললাম। বেদনার্ত করে ফেললাম পুরনো ক্ষত সকল। কিছু অস্পষ্ট, কিছু রঙ্গিন।
একটানে সবগুলো ছিঁড়ে একটার সাথে আরেকটা মাখিয়ে হ-য-ব-র-ল...., ব্যথাতুর হয়ে পড়ে আছি বিষণ্ন ভাগাড়ে।
স্বপ্নেরা চোখে এসে গেঁথে যায়, আহ! প্রিয় থেতলানো স্বপ্নসকল। ভেঙ্গে ভেঙ্গে অনেকবারে গড়েছি। অসম্পূর্ণ নতুন আমিকে। তোমরা মৃত হও, স্বপ্নেরা মরে যাক।
আমি এক বিষণ্ণ অর্বাচীন।
দ্বিপ্রহর
আমার সাথে হাঁটে বিলুপ্ত ছায়া
পুরনো গন্ধ বুকে ধারণ করা
অযাচিত জেনোর মতবাদ
ছায়া আর আমি
পৃথক ভীষণ
[৮ মাস পর, অবশেষে আমি সেইফ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।