খুবই কষ্টে আছি। পত্রিকা খুললে, টি ভি দেখলে, ফেসবুকে বসলে শুধু একটিই খবর হরতাল, মারামারি, মৃত মানুষ আর দেশের সম্পদের ক্ষতি। ভেবে পাচ্ছিলাম না কি করবো???
এতদিন ভাবতাম যেই বদমাইশ গুলো এই কাজ করছে তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। মনে হতো একবার শালাদের কাছে পেলে কানের উপর একটা চড় মেরে বুঝিয়ে দিতাম দেশপ্রেম কাকে বলে। কিন্তু দেশের মানুষের কাজ, কর্মে ও নেতাদের লুচ্চামিতে হতাশ হলাম।
বগুড়ায় শহীদ মিনার ভাঙ্গার ঘটনায় আজকে সকালে নড়ে চড়ে বসলাম। যাক আজকে ধরা পড়ছে। এতদিন শুধু ভাঙা আর অগ্নিসংযোগ দেখলাম। আমাদের পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সাবাস পুলিশ অবশেষে তারা পেরেছে।
কিন্তু দুপুর গড়াতেই শুনলাম কালপ্রিট পাগল, তাকে সসন্মানে ছেড়ে দেয়া হয়েছে। বুঝলাম না পাগল তার আশেপাশে আর কিছুই পেল না। শহীদ মিনার ভাঙতে চলে গেল। ও......... পরে বুঝলাম দেশপ্রেমিক পাগল বলে কথা!!! পাগল হয়ে সবার আগে শহীদ মিনারের কথাই মনে পড়লো। তার সাথের বন্ধুরাও বা কি রকম বেরসি্ক।
এরকম পাগল বন্ধুকে রেখে তারা পালাল কি করে????
কিন্তু এটা তো স্বাভাবিক। ও স্বাধীনতার সপক্ষের শক্তি। তারা নিজেদের সম্পত্তি নিয়ে যা খুশি করবে। তাদের এই অধিকার আছে। পুলিশ ব্যাটা কোন সাহসে ওদের বাধা দিস।
তোদের লজ্জা শরম আর হল না। ওরা দেশটাকে যদি বেচেও ফেলে তবু আমরা কিছু বলবো না। চোখ বন্ধ করে বলবো ভাই দেশ বেচে কি লাভ হল।
এখন কালকের পত্রিকায় নতুন খবর শুনতে পারি। যে শহীদ মিনার ভাঙছে সে স্বাধীনতা বিরোধী শক্তিতে যোগ দিছে।
তারাই প্ররোচনা দিয়ে এই কাজ করিয়েছে।
কি যে এখন বিশ্বাস করবো তাই বুঝি না, মনে হয় লীগে যোগ দেই। তাহলে বুঝতে পারবো দেশপ্রেম কাকে বলে। ।
বিদ্র- কল্পনা করেন এখানে যদি শিবিরের কেউ ধরা পড়তো তাহলে ........ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।