আমাদের কথা খুঁজে নিন

   

নয়াপল্টন রণক্ষেত্র, সংঘর্ষ ছড়িয়েছে আশপাশেও

রণক্ষেত্রে পরিণত হয়েছে নয়াপল্টন। বুধবার বিকেলে বিএনপির পার্টি অফিসের সামনে পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসা একটি মিছিলকে পুলিশ বাধা দিলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। বস্তুত আলাদাভাবে পূর্বঘোষিত বিক্ষোভ না করে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা জামায়াত-শিবিরের মিছিল থেকেই এ সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে জামায়াতের একটি মিছিল বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে পৌঁছ‍ুলে পুলিশ ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে শিবির কর্মীরা অলিগলিতে ঢুকে গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে।

জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন মোড়, কাকরাইল ও নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। জামায়াত-শিবিরের ক্যাডাররা বিএনপির সঙ্গে যোগ দিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু হলে প্রথমে লাঠি চার্জ ও পরে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ।

এক পর্যায়ে ছুঁড়তে শুরু করে রাবার বুলেট। এর পরে বিএনপি অফিসের সামনে শুরু হওয়া পূর্ব নির্ধারিত সমাবেশ পণ্ড হয়ে যায়। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পার্টি অফিসের সামনে থেকে পুলিশ সবা‌‍ইকে ধাওয়া দিয়ে সরিয়ে দিলে অনেকেই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে নয়াপল্টনের আশপাশের এলাকায়।

Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।