শিশুতোষ যে কোন রচনা।
পাখিটির নাম মৌটুসী। ছোট্ট একটা পাখি। সবসময় উড়তেই থাকে, ক্ষনিকের জন্যও থামেনা। ইংরেজি নাম পার্পল-রাম্পড সানবার্ড।
বৈজ্ঞানিক নাম Leptocoma zeylonica । এই পাখি অনেক সাহসী এবং ক্ষ্রিপ্র, এরা নিজেদের চেয়ে অনেক বড় সাইজের পাখির সাথে যুদ্ধে লিপ্ত হয়। এই পাখি লম্বায় মাত্র ১০ সে.মি.। নারী পুরুষ দেখতে আলাদা। তাছাড়া গোত্র ভেদেও এরা আলাদা।
মৌটুসী দীর্ঘজীবি পাখি। এরা প্রাণীজগতের অনেক পাখির চাইতেই বেশীদিন বাঁচে। চট্রগ্রাম খুলনা সিলেট ঢাকা ও রাজশাহীতে এই পাখি দেখতে পাওয়া যায়। ভারত পাকিস্থান শ্রীলঙ্কা আরব আফগানিস্থ্ন ও ইরানেও এরকম পাখির দেখা মেলে।
এরা সাধারনত টুনটুনির মত পাতা সেলাই করে খুব চমৎকার কওে বাসা বাঁধে।
সবচে আশ্চর্যজনক ব্যাপার হলো এই পাখি মধু ছাড়া কিছু খায়না। এরা একা কিংবা জোড়ায় থাকতে খুবই পছন্দ করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।