...........................
Seawise Giant
সমুদ্রজ্ঞানী দানব
সি-ওয়াইজ জায়ান্ট ছিল পৃথিবীর সব চাইতে বড় জাহাজ। ষম্পুর্ন লোডেড অবস্থায় 657,019 tonnes, বিশাল আকৃতির কারনে সুয়েজ খাল, পানামা খাল এমনকি ইংলিশ চ্যানেলে নেভিগেট করতে পারত না এই জাহাজটি।
বিশাল আকৃতির এ জাহাজটি অনেকগুলি সাইজ রেকর্ডের অধিকারী। ১৯৮৮ সালে ইরাক ইরান যুদ্ধের সময় ইরানি ক্রুড অয়েল পরিবহনের সময় ইরাকি বিমান বাহিনীর আক্রমনে সি-ওয়াইজ জায়ান্ট ডুবে যায়। পরে একে তুলে আবার রিপেয়ার করে ১৯৯১ সালে সমুদ্রে ছাড়া হয় হ্যাপি জায়ান্ট নাম দিয়ে।
এই জাহাজটি মানুষের তৈরি সবচেয়ে বড় মোবাইল স্ট্রাকচার।
General characteristics
Tonnage: 260,941 GT
214,793 NT
Displacement:
81,879 long tons light ship
646,642 long tons full load
Length: 458.45 m (1,504.10 ft)
Beam: 68.8 m (225.72 ft)
Draught: 24.611 metres (80.74 ft)
Depth: 29.8 m (97.77 ft)
Propulsion: Steam Turbine
Speed: 16 knots
Capacity: 564,763 DWT (Deadweight tonnage, measure of how much weight a ship is carrying or can safely carry)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।