ভালকে সমর্থন এবং খারাপকে বর্জন করতে শিখুন ।
সাউথ লন্ডনের ২৬ বছর বয়সী এক নারী ‘ড্রাইভিং থিওরি টেস্ট’ পরীক্ষায় ৯০ বার অকৃতকার্য হয়ে রেকর্ড গড়েছেন! ড্রাইভিং স্ট্যান্ডার্ড এজেন্সি (ডিএসএ) এই পরিসংখ্যান প্রকাশ করেছে। ড্রাইভিং পরীক্ষায় অংশগ্রহণ করে এতবার অকৃতকার্য হবার ক্ষেত্রে ইউকেতে এটা একটা নতুন রেকর্ড। উল্লেখ্য, এই পরীক্ষা দিতে প্রতিবার খরচ পড়ে ৩১ পাউন্ড। পরীক্ষায় ৫০টি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের উত্তরে চারটি করে বিকল্প উত্তর দেয়া থাকে।
যথাযথভাবে কৃতকার্য হতে পরীক্ষার্থীকে কমপক্ষে ৪৩টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিতে হয়। এসব পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে ডিএসএ’র নিজস্ব একটি বইও রয়েছে যেখানে ১০০০টি সম্ভাব্য প্রশ্নোত্তর দেয়া আছে। বইটির মূল্য ১২.৯৯ পাউন্ড।
তথ্য অধিকার স্বাধীনতার বদৌলতে ডিএসএ’র কাছ থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। পরিসংখ্যানটি থেকে আরো জানা গেছে, ওয়েস্ট মিডল্যান্ডের ৩৯ বছর বয়সী আরেকজন পুরুষ ইতোপূর্বে ৩৯ বার এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।
এছাড়াও মিডলসেক্স-এর গিট কাউর রান্ধাওয়া নামের আরো একজন ১৯৮৭ সালে তার ৪৮তম পরীক্ষায় সফলতার মুখ দেখেছিলেন।
তবে, সাউথওয়ার্কের ঐ নারীর সান্ত্বনা পাবার মতো সংবাদও রয়েছে। বিশ্বে ‘ড্রাইভিং থিওরি টেস্ট’ পরীক্ষায় সবচে বেশি অকৃতকার্য হবার রেকর্ডটি গড়েছেন সাউথ কোরিয়ান চা স্যা সুন, যিনি ৯৪৯ বার পর্যন্ত এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। অবশেষে ৯৫০তম পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন। হিসেব করে দেখা গেছে, ইউকের রেকর্ডধারী ঐ নারী যদি ৯৫০ বার এধরনের পরীক্ষায় অংশ নিতেন, তাহলে তার খরচ পড়ত ২৯,৪৫০ পাউন্ড; যা দিয়ে একটি নতুন ‘বিএমডব্লিউ থ্রি-সিরিজ কুপে’ গাড়ি কেনা যায়!
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।