বর্তমানে যে কয়টি গেম শিশুদের নজর কাড়তে সক্ষম হয়েছে সেগুলোর মধ্যে ড. ড্রাইভিং অন্যতম। শুধু শিশু নয় বড়দের কাছেও এ গেমটি খুব পছন্দের। আকর্ষণীয় এ গেমটির গ্রাফিঙ্ হয়তো ততটা বাস্তবসম্মত নয় যতটা আমরা অ্যাসফাল্ট ৭-এর মতো গেমে দেখতে পাই। কিন্তু মনে রাখতে হবে গেমটি কোনো রেসিং গেম না। আপনি কত ভালোভাবে গাড়ি চালাতে পারেন সেটার পরীক্ষা নেওয়াই গেমটির উদ্দেশ্য।
মূলত আপনার হাতের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে এ গেমটিতে। ড. ড্রাইভিং খুবই সাধারণ কিন্তু অ্যাডিক্টিভ গেমপ্লের কারণে গেমটি খেলে মজা পাবেন। এছাড়া যারা ড্রাইভিং জানেন না এ গেমটি খেললে তাদের অনেক রুলস এবং গাড়ি চালানোর টেকনিক সম্পর্কেও ভালো ধারণা হয়ে যাবে। মিশনের নামগুলোও তাদের কাজের সঙ্গে মিল রেখে করা হয়েছে। যেমন- স্পিড পার্কিংয়ে গাড়ি সঠিকভাবে চালিয়ে পার্ক করতে হবে, ফুয়েল এফিসিয়েন্সি মিশনে আপনাকে কম জ্বালানি খরচ করে গাড়ি চালিয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে।
স্টিয়ারিং হুইল দিয়েও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেন আবার টিল্ট মোডের মাধ্যমে বা স্মার্টফোন টিল্ট করার মাধ্যমেও খেলতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার গেমটির আকার পাঁচ মেগাবাইটের একটু বেশি এবং গেমটি যে কোনো কনফিগারেশনের স্মার্টফোন ও ট্যাবে অনায়াসে খেলতে পারবেন। আকর্ষণীয় ও গেমটির গড় রেটিং ৪.৬ এবং রিভিউ দিয়েছে প্রায় তিন লাখ ৩৮ হাজার মানুষ! * ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।