মুক্ত মন....সারাক্ষণ
এক ভদ্রলোক তার তিন কণ্যা ও বি বি নিয়ে ঈদের শপিং করতে নিউ মার্কেটে এসেছেন।
এক সাথে হাঁটছে সবাই। হাঁটতে হাঁটতে এবার কে কি কিনবে-সে বিষয়ে কথা হচ্ছে।
বড় মেয়ে বলল, আব্বু আব্বু আমি উলালা নিবো, উলালা আমাকে দারুণ মানাবে।
মেজ মেয়ে বলল, আব্বু আমাকে কিন্তু আশিকি কিনে দিতে হবে।
আশিকি আমার খুব পছন্দ। আমাকে দারুণ মানাবে।
ছোট মেয়ে বলল, আব্বু আমাকে চেন্নাই এক্সপ্রেস দিতে হবে। আমি ওটা ছাড়া আর কিছুই কিনবো না। ওটা আমাকে দারুণ মানাবে।
ভদ্রলোক হাসলেন। বললেন, মা রে, তোরা কীভাবে জানলি যে, এই ড্রেসগুলো তোদের দারুণ মানাবে, আমার জানা মতে তোরা তো এবার আর মার্কেটে আসিস নি?
জবাবা দিল বড় মেয়ে, আমরা টিভিতে দেখিছি আব্বু। টিভিতে ঈদের পোশাকের উপর প্রতিদিন অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। বিশেষ প্রতিবেদন হয়।
ভদ্রলোক বড় মেয়ের কাঁধে হাত রেখে বললনে, মা রে, তোদের একটা গল্প বলি শুন,
...এক লোকের পাপ ও পূণ্যের পাল্লা দুটিই সমান।
তখন ফেরেস্তারা তাকে বললেন, ভাই, আপনি ইচ্ছা মতো বেহেশ্ত ও জাহান্নাম দুটোর যে কোনোটিতেই যেতে পারবেন।
লোকটি বলল, আমি যাবার আগে দুটোই এক নজর দেখতে চাই।
আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। বলে ফেরেস্তারা প্রথমে তাকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন।
কি সুন্দর জাহান্নাম।
সেখানে তার পছন্দের অনেক অভিনেতা অভিনেত্রীগণ নাচছে, গান গাইছে, হাসি ঠাট্টা, হাতাহাতি আর মৌজ মাস্তি করছে।
তারপর দেখানো হল বেহেশ্ত। শান্ত শীতল পরিবেশ, মনোরম ঝরনা ধারা, মৃদু মন্দ বাতাস, টলটলে জলভর্তি পুকুর। ধব ধবে সাদা দুধের নহর।
লোকটি মুহূর্তকাল দেরি না করে বলল, আমি জাহান্নাম নিবো, জাহান্নাম।
জাহান্নামেই আমি আরাম বোধ করবো। আমাকে জাহান্নামে নিয়ে চলো।
ফেরেশস্তারা বিলম্ব না করে দ্রুত তাকে চেংদোলা করে জাহান্নামের গরম চুল্লিতে নিয়ে ফেলল।
সে চিৎকার করে বলতে লাগল- ঐ মিয়ারা, এইডা কোন জায়গায় নিয়া আইলা, জাহান্নাম তো কতো সুন্দর দেখছিলাম। এখানকার নায়ক নায়িকারা কই গেল? গেল কই সবাই?
ফেরেশ্তারা সবাই একসঙ্গে হোহো করে হেসে উঠলেন।
বললেন, আরে গাঁধা ঐটা তো ছিল জাহান্নামের বিজ্ঞাপন। এখন দেখ, সত্যিকারের জাহান্নাম।
গল্প শেষে বাবা বলালেন, মা রে আমাদের মিডিয়াগুলোও সেরকম। তারা জাহান্নামকে রং চং মাখিয়ে আমাদের সামনে উপস্থাপন করে। আর আমরা বেহেশস্ত রেখে জাহান্নামের দিকে ধাবিত হই।
.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।