আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজে বিক্ষোভ মিছিল অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ

সাংবাদিক, শিক্ষক

মহেশপুর উপজেলার খালিশপুর শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে গতকাল সোমবার ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল এবং অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করেছে। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানায়, অধ্যক্ষ রফিউদ্দীন জালিয়াতির মাধ্যমে ৫ লাখ টাকা উৎকোচ নিয়ে আলমগীর নামের এক শিক্ষককে নিয়োগ দেন। এর প্রতিবাদে গতকাল সোমবার সকালে কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল এবং অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করে। গত এক সপ্তা ধরে ওই কলেজের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে আসছে। এদিকে অধ্যক্ষ রফিউদ্দীন গত এক সপ্তা কলেজে আসেননি।

গত রোববার সকালে পুলিশ প্রহরায় কলেজে এসে কিছুক্ষণ পর চলে যান। এ ব্যাপারে কলেজের সভাপতি ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেন, অধ্যক্ষ রফিউদ্দীন এখানে কোনো দুর্নীতি বা জালিয়াতি করেননি। আলমগীর নিয়োগ পরীক্ষায় প্রথম হন এবং বিধি মোতাবেক তাকে নিয়োগ দেয়া হয়। এমপি আরও বলেন, ছাত্রছাত্রীদের মদদদাতা জাহিদুল আলম কলেজের অপর একটি বিষয়ে কর্মরত রয়েছেন। তিনি অধ্যক্ষের মাধ্যমে অবৈধ সুযোগ নেয়ার চেষ্টা করছিলেন যা আমার কারণে ব্যর্থ হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.