আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরে ২৪টি স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে আজ সোমবার ভোরে র‌্যাব অভিযান চালিয়ে ২৪টি স্বর্ণের বারসহ সরোয়ার রহমান(২৮)নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সরোয়ার একই উপজেলার জাদবপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রোন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন চোরাচালানী একটি সোনার চালান ঢাকার আমিনবাজার থেকে ভারতে পাচারের জন্য মহেশপুর সীমান্তের কাছে অবস্থান করছে।

ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার জাদবপুর ইউনিয়নে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এসময় বেতবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে চোরাকারবারী সরোয়ারকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পায়ের জুতার মধ্যে থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪শ' গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এঘটনায় মহেশপুর থানায় চোরাকারবারী আইনে একটি মামলা হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.