ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
সবাই যদি ভুল বোঝে কিছুই করার থাকেনা আমিই কি ভুল আমার জীবন ভুলে ভরাএত বড় হয়েও ভাবি কবে ঠিক হবে সব ।
এমনেই সব ভাবনা আজকাল তাড়িত করে এক ভুলের মাশুল দিচ্ছি । বিশ্বাস জিনিষটা মন থেকে উঠে গেছে..। .....
সবাই বলে জীবন তো অমনেই না জীবন এমন নয় আমরাই করে ফেলি জীবন কে অমন ।
যখন ঘুম আসেনা একাকী সময় কাটে না দাঁড়াই গিয়ে বারান্দায় দেখি আমার চিরচেনা ঘুমন্ত শহরটাকে
একটা কুকুরের ডাকে চমকে ফিরে তাকাই,.দখিনা হাওয়ায় চুল উড়ে খুব ভালো লাগে বড় আপন মন এ হয় আমার এই শহর টা কে ।
আকাশের পানে সহস্র প্রশ্ন আমার .। সব চুপ কেবল ঠান্ডা মেসিন টার শব্দ.আমার আমি টাকে খুঁজে ফিরি ।
আঁধারে নিশুতি রাত এ গান শুনতে ইচ্ছা হয় অনেক দিন আগের একটা গান খুব মন এ পরে আমি প্রায় শুনি অনেক কথা মন এ হয় অনেক কথা ভাবি, ভাই বোন বাবা মা সবার কথা যে যার জীবন নিয়ে বাস্ত.। .আমার .কথা শোনার সময় নেই তাদের সমস্যা গুলো দেখতে হয় আমায় ,মাঝে মাঝে বড় অসহায় লাগে.।
কিন্তূ সম্পর্ক শব্দটার মানে খুঁজে ফিরি আপনারা কেউ কি বলতে পারবেন আমায় সম্পর্ক কি আমার এই সামু তে আসা আজ ৮ মাস কত আপন মনে হয় সবাই কে কিন্তূ সত্যি কি তাই..ধরে নিচ্ছি তাই..আমার এই বৃত্ত দিন দিন ছোট হয়ে যাচ্ছে ।
জীবনের চাকা ঘুরছে তো ঘুরছে একেই নিয়মে ব্যতিক্রম হয়ত হয় সবার জন্য নয়.।
সকাল হয় উঠে ফ্রেশ হই নামাজ পড়ি খুব মনযোগ দিয়ে আবার গিয়ে বসি বেলকনিতে চা হাত এ সেদিনের পেপার নিয়ে ফেলে আসা রাত বাসী হয়ে উঠে । হাসি পায়। এই আমি কাল রাতের আমি ? নিজেকে নিজেই প্রশ্ন করি ।
তারপর আবার অফিস, এসে হয়ে উঠি একজন অন্য মানুষ এই আমিটার সাথে রাতের আমি র কোনো মিল নেই..।
কেউ বলে তুমি ইমোসনাল, কেউ বলে খুব ভালো , কেউ বলে রাগী,,। ,,,,হা হা আমার পেছনে অনেকেই অনেক কিছু বলে কিন্তূ আমি নিজেই জানি না আমি কে ? আজ় এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে মনে আমার এক বন্ধুর মেইল পেয়ে তুমি ইমোসনাল !!!!!!!!!!!
মন এ পরে শিরিষের একটা কবিতার লাইন যা ইদানিং খুব ভাবায় আমাকে
চোখরেখা বেঁকে গেছে দুরন্তর বাঁশরীর দেশ
এখন নৈঃশব্দ্যে মৃদঙ্গ একাকার
একা কার মৌনি ময়ূর ভুলে গেছে নাচের নিয়ম?
এ লাইনে গুলো মন এ গেঁথে গেছে
সত্যি ভুলে গেছি সব ।
নাচ ময়ুরী নাচে রে এই নাচটা মা শিখিয়েছিলেন তোমার এই কবিতা ওই নাচের কথায় মন এ করায় .। আমি বন্ধু হতে এসেছি, এসেছি এত সুন্দর লেখকদের লেখা পড়তে আরো আরো কবিতার লাইন মন এ ঘুরে ফিরে তোমাদের আমি ভুলবনা ।
মিউসিক সিস্টেম এ শুনি,
ঘুমের ও ছায়া চাঁদের চোখে এ মধু রাত নাহি বাকি
এ মধু রাত নাহি বাকি।
মুখ পানে মোর রয়েছে জাগি মদির তব আঁখি,
যে আঁখিতে লাজ ছিল গো সেথা প্রেমের ভাষা
হিয়া যে চাহে এ মধু রাত এ পরাতে তোমায় মিলন রাখি।
আধো জোছনায় আবেশ লাগে অধর নীরব
শুধু নয়ন জাগে হৃদয় ও কহে.............
আমি তোমারি নীরব ভাষায় সাথী রে ডাকি ।
হিয়া যে চাহে এ মধু রাত এ পরাতে তোমায় মিলন রাখি .।
হয়ত এ নিশি সারা জীবনে আসিবে না ফিরে কোনো ক্ষণে,
ক্ষনিক মিলনে মিলেছি দুজনে রাত জাগা দুটি পাখি ।
হিয়া যে চাহে এ মধু রাত এ পরাতে তোমায় মিলন ও রাখী,
ঘুমের ও ছায়া.............................।
গান টা খুব খুব সুন্দর আমার প্রিয় গান গুলোর একটি সেদিন আমি ছিলেম আর চাঁদ ছিল আমার সাথে আর আমার চির সঙ্গী এই আমি টা..।
ভূল বুঝবেন না আমি আজ এমনি লিখলাম বলেছিলাম সামু হলো আমার যেমন ইচ্ছে লিখার কবিতার খাতা.। .আমার কিছু নিজের কথা শেয়ার করলাম আপনাদের সাথে ।
শিরিষ ধন্যবাদ তোমার এই কবিতা খুব খুব সুন্দর.।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।