আমাদের কথা খুঁজে নিন

   

সোনাইমুড়ীতে ৩ শিবির কর্মীকে আটক করে ১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জামাত নেতা দেলোয়ার হোসাইন সাইদ্দীর মৃত্যুদন্ডের প্রতিবাদে গত শুক্রবার ডাকা হরতালে জামাত-শিবির ও বিএনপি নেতারা সোনাইমুড়ী উপজেলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গত বুধবার গভীর রাতে সোনাইমুড়ী থানার এস.আই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বজরা ইউনিয়নের অন্তর্গত বগাদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৩ শিবির কর্মীকে আটক করে। আটক কৃত হল সহেল (২৬), কামাল (২০) ও মাছুম (১৮)। এদের আটক করার পর স্থানীয় প্রভাব শালিরা রাতভর থানায় তদবির চালায়। পরের দিন বুধবার সকালে সোনাইমুড়ী থানা পুলিশ মোটা অংকের ঘুষ গ্রহণ করে মাছুমকে ছেড়ে দেয়। ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় গত ৪ মার্চ সোনাইমুড়ী উপজেলা নাজির আলমগীর ভূইয়া ২০০/২৫০ জন লোককে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর সোনাইমুড়ী থানার এস.আই গোলাম কিবরিয়া গ্রেফতার বানিজ্য শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.