নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার রেজেষ্ট্রি অফিসের সামনে বেলা দুপুর ১টা ৩০মিনিটের সময় রাস্তায় পড়ে থাকা একটি প্রাইভেট কারে হঠাৎ করে ধোঁয়া উঠতে থাকে। সেই সময় গাড়ির চালক বের হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু বাতাশ থাকায় আগুন না নিভে আরো জোরে জ্বলতে শুরু করে। সাধারণ জনগন আতঙ্কিত হয়ে উঠে,কখন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়। এরপর ও কিছু মানুষ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু আগুন না নিভে বাতাসের কারণে আরো জোরে জ্বলতে শুরু করে। এক মুহুর্তে যখন আগুনে গাড়ির প্রায় ৮৫% জ্বলে যায় তখন দেখা মিলে ফায়ার সার্ভিসের লোকদের। তারা এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।