আমাদের কথা খুঁজে নিন

   

Digital Bangladesh ও ধান্দাবাজ Brac Bank



Back Bank online shopping চালু করছে। খুবই আনন্দের খবর। ভাবলাম এইবার তাইলে actual ডিজিটাল বাংলা চালু হইল। নিজের অনলাইন শপ ও আরও কিছু আইডিয়া এইবার বাস্তব হবে এই স্বপ্ন নিয়া ব্রাক ব্যাঙ্ক এ গেলাম আনেক ক্ষণ পর চাঞ্চ পেলাম কথা বলার। বুঝলাম যে আমার কম দামি চেহারা দেখে তার কথা বলার ইচ্ছাই নষ্ট হয়ে গেছে।

তার পরও যা বলল তার সারমর্ম হচ্ছে, তাহারা আমার মত পুচকার সাথে কোন বিজনেস করব না। তাদের চাই বড় ব্রান্ড। কিন্তু ব্রাক এর সাইট এ দেখলাম ফইরা ২/১ টা লিঙ্ক আছে। তাই আশা ছারলাম না। লবিং এর ধান্দা করে গেলাম।

দেখলাম কাজ হল। কিন্তু শর্ত হল, ব্রাক এ আমার দেড় লাখ টাকা ডিপজিট রাখতে হইব। কইলাম যে ঠিক আছে রাখব। ব্রাক জানাল এ টাকা অ-ফেরত যোগ্য। ...... দুনিয়ার কোথাও এ রকম নিয়ম নাই।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।