আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন: বাংলার গৌরব ৭ বীরশ্রেষ্ঠকে....

আমি তোমাদেরই একজন, খুবই সাধারণ !!!
বুকের রক্ত দিয়ে নিজেকে দেশের জন্য উৎর্সগ করেছেন আমাদের দেশের অসীম সাহসী কিছু মানুষ। তাঁদের মধ্যে মুক্তিযুদ্ধে অসীম সাহসীকতার জন্য যে ৭ জন শহীদকে বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেছেন তাঁদের কর্ম ও জীবন সর্ম্পকে জানুন এবং অন্যকে সঠিক তথ্য জানান। তাঁদের কর্ম ও জীবনের গৌরব গাঁথা কাহিনী গুলো এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। কিছু কিছু পত্রিকা, ইলেক্ট্রনিকস মিডিয়া বা ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে এই ৭ জন বীরশ্রেষ্ঠের ছবি, জন্ম ও মৃত্যু তারিখ ভিন্ন ভিন্ন ভাবে তথ্য প্রকাশ করে বা প্রদর্শন করে। আপনি কতটুকুই বা তাঁদের সর্ম্পকে জানেন? সঠিক ভাবে জেনে নিনbr /> @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ১.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন=> "বীরশ্রেষ্ঠ: ইঞ্জিন আর্টিফিসিয়ার রুহুল আমিন (১৯৩৪-১৯৭১)" @জন্ম:-১৯৩৪ সালের জুন মাসে নোয়াখালী জেলার সাবেক বেগমগঞ্জ থানার বর্তমানে সোনাইমুড়ী উপজেলার বাগপাদুরা গ্রামে জন্মগ্রহণ করেন ৷ @মৃত্যু:-১০ ডিসেম্বর, ১৯৭১ সাল,রূপসা ফেরিঘাটের কাছে, মংলা বন্দর, খুলনা ।

@ @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ২.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন=> "ছবি:-বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান(১৯৪১-১৯৭১)" @জন্ম:-১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈত্রিক বাড়ি "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। @মৃত্যু:-১৯৭১ সালের ২০ আগস্ট শুক্রবার,পাকিস্থানের সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে। @ @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ৩.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন=> "ছবি:-ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (১৯৪৯-১৯৭১)" @জন্ম:-৮ই মার্চ ১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে ৷ @মৃত্যু:-১৪ ডিসেম্বর, ১৯৭১ সাল, বারঘরিয়া, রাজশাহী ৷@ @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ৪.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন=> "ছবি:-বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল (১৯৪৭-১৯৭১)" @জন্ম:-১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। @মৃত্যু:-১৮ এপ্রিল, ১৯৭১ সাল,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে ৷@ @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ৫.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন=> "ছবি:-বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ(১৯৪৯-১৯৭১)" @জন্ম:-১ মে, ১৯৪৯ ইং ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে ৷ @মৃত্যু:-১৮ এপ্রিল, ১৯৭১ সাল , মহালছড়ি, রাঙ্গামাটি ৷@ @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ৬.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন=> "ছবি:-বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (১৯৩৬-১৯৭১)" @জন্ম:-১৯৩৬ সালে ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদরের চন্ডীকপুরস্থ মহেষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। @মৃত্যু:-৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল,যশোরের গোয়ালহাটি গ্রামে।

@ @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ৭.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন=> "ছবি:-বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান (১৯৪৪-১৯৭১)" @ জন্ম:-১৯৪৪ সাল, ২৪ পরগনা, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের পরে খালিশপুর, ঝিনাইদহে স্থায়ী বসবাস শুরু করেন। @ মৃত্যু:-২৮ অক্টোবর, ১৯৭১ সাল, ধলই সীমান্ত, শ্রীমঙ্গল। @};- @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ @ তথ্য:- এই রির্পোটটি আমি মুক্তিযুদ্ধ যাদুঘরের দেওয়া তথ্য অনুসারে তৈরী করিয়াছি। @অন্যান্য ছবি ও তথ্য সূত্র:- মুক্তিযুদ্ধ যাদুঘর, উইকিপিডিয়া,ইন্টারনেট, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিভিন্ন গবেষনাপত্র।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.